লন্ডন: টেস্ট ক্রিকেটে কেরিয়ারের ৩৪ তম শতরান হাঁকালেন জো রুট। ইংল্যান্ডের জার্সিতে টেস্টে এতদিন সর্বাধিক টেস্ট শতরানের মালিক ছিলেন অ্যালেস্টার কুক। লর্ডসের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টেস্টে নিজের কেরিয়ারের ৩৪ তম শতরান হাঁকিয়ে ফেললেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। ছেলের এই নজির গড়ার মুহূর্তে লর্ডসে উপস্থিত ছিলেন রুটের বাবাও। শতরান হাঁকিয়ে মাঠ ছাড়ার সময় বাবা- ছেলের আবেগঘন মুহূর্তও ধরা পড়ল ক্যামেরায়।


লর্ডসে চলতি টেস্টে দুটো ইনিংসেই শতরান হাঁকালেন জো রুট। প্রথম ইনিংসে ১৪৩ রানের ইনিংস খেলেছিলেন। ১৮টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন নিজের ইনিংসে। এবার দ্বিতীয় ইনিংসে ১২১ বলে ১০৩ রানের ইনিংস খেললেন ডানহাতি ইংল্য়ান্ড ব্যাটার। নিজের ইনিংসে এবার ১০টি বাউন্ডারি হাঁকান। এতদিন পর্যন্ত ইংল্য়ান্ডের হয়ে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক ছিলেন অ্য়ালেস্টার কুক। তাঁর ঝুলিতে ছিল ৩৩টি শতরান। এদিন লর্ডসে জো রুট যখন মাঠে কুকের রেকর্ড ভাঙছেন, তখন প্রাক্তন বাঁহাতি ইংরেজ ক্রিকেটার ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। উত্তরসূরির নজির গড়ার মুহূর্তে কুককে বলতে শোনা যায়, ''নিঃসন্দেহে ইংল্যান্ড ক্রিকেটের অন্যতম কিংবদন্তি একজন ক্রিকেটার। আমরা এই মুহূর্ত মাঠে এক জিনিয়াসকে দেখতে পাচ্ছি।'' রুট শতরান পূরণ করতেই হাতহাতিও দিতে দেখা যায় কুককে। উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে ৩৪ সেঞ্চুরির মালিক সুনীল গাওস্কর। লর্ডসের মাঠে এটি রুটের সাত নম্বর সেঞ্চুরি ছিল। 


 






ম্য়াচে রেকর্ড গড়ার পর রুট বলেন, ''এর থেকে সেরা মুহূর্ত কিছু হতে পারে না। আমি অবশ্যই বলব যে বেশি করে ম্য়াচ খেলতে চাই। আরও বেশি বেশি সেঞ্চুরি হাঁকাতে চাই। আমার শতরানের জন্য় যদি ইংল্যান্ড টেস্ট ম্য়াচ জেতে, তবে আরও বেশি খুশি হব।''


বর্তমানে খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটাদের মধ্যেই রুটই টেস্টের সর্বাধিক সেঞ্চুরির মালিক। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের সর্বোচ্চ ১৫৯২১ রানও কিন্তু রুটের নাগালের বাইরে নয়। ৩৩ বছর বয়সি ইংরেজ ব্যাটার ইতিমধ্যেই ১২১৩১ রান করে ফেলেছেন। রানসংগ্রাহকদের সর্বকালীন তালিকায় তিনি সপ্তম স্থানে। রুটের এই অনবদ্য রেকর্ডই কিন্তু তাঁকে সর্বকালের সেরাদের মধ্যে জায়গা করে দেয়।