মুম্বই: দীপাবলীর আলোয় রোশনাই উদযাপন করতে কোন প্রবাসীর না বাড়ি ফিরতে মন চায়! আপনজনের সঙ্গে আলোর খেলায় মেতে ওঠার আনন্দই আলাদা। একইভাবে দীপাবলীতে বাড়ি ফিরে আসেন বলিউডের সদাব্যস্ত তারকার দল। চলুন, দেখে নিই, কে কী করছেন এদিন-
হৃতিক রোশন- মুক্তি পেতে চলেছে ‘কাবালি’। প্রমোশনের জন্য সময় দিতে হবে। তার মধ্যেই সময় বার করে হৃতিক ছেলেদের সঙ্গে উদযাপন করবেন আলোর উৎসব। সময় কাটাবেন দুই ছেলের সঙ্গে।
আমির খান- ‘দঙ্গল’-এর প্রমোশনে মারাত্মক ব্যস্ত। তার মধ্যেই বান্দ্রার বাড়িতে দীপাবলীতে পার্টি দিচ্ছেন মিস্টার পারফেকশনিস্ট। পরিবার, বন্ধুবান্ধবদের নিয়ে সেলিব্রেট করবেন উৎসব।
দীপিকা পাড়ুকোন- তাঁর নামেই আলোর রোশনাই। দীপাবলী মানে তাঁর কাছে ঘরে ফেরা। হলিউড, বলিউডের প্রজেক্টকে ছোট্ট ছুটি দিয়ে দীপাবলীতে বেঙ্গালুরু যাচ্ছেন দীপিকা। মা, বাবা, বোনের সঙ্গে পালন করবেন উৎসবের দিনটা।
সঞ্জয় দত্ত- ইয়েরওয়াড়া জেল থেকে মুক্তি পাওয়ার পর এটাই সঞ্জয়ের প্রথম দীপাবলী। ধনতেরাস থেকে দীপাবলী- উদযাপনের জন্য বিশদ পরিকল্পনা করেছে তাঁর পরিবার। বাড়িতে স্ত্রী মান্যতা আর দুই ছেলেমেয়ে শারান ও ইকরার সঙ্গে ধনতেরাসের পুজো করবেন সঞ্জয়। থাকবেন তাঁর দুই বোন প্রিয়া ও নম্রতা। পাশাপাশি ধুমধাম করে হবে লক্ষ্মীপুজো। তারপর রাতে অমিতাভ বচ্চনের বাড়িতে, বিশাল দীপাবলী পার্টি।
ফারহান আখতার- ‘রক অন টু’ টিমের সঙ্গে যোগ দেবেন দীপাবলীর গেট টুগেদারে।
টাইগার শ্রফ- দীপাবলীটা হইহই করে কাটাবেন টাইগার শ্রফ। বাবা মা জ্যাকি, আয়েশা ও বোন কৃষ্ণার সঙ্গে বাড়িতে লক্ষ্মীপুজো করবেন। যোগ দেবেন দীপাবলীর যাবতীয় অনুষ্ঠানে।
শ্রদ্ধা কপূর- পরিবার ও ‘রক অন টু’ টিমের সঙ্গে দীপাবলী উদযাপন করবেন এই তরুণী অভিনেত্রী। ঐতিহ্যের ব্যাপারে খুবই সচেতন শ্রদ্ধা। দীপাবলীর যাবতীয় আচার পালন করবেন পুরোদমে।
কৃতী শ্যানন- ‘বেরিলি কি বরফি’ ছবির শুটিংয়ে আপাতত লখনউয়ে। তবে দীপাবলীটা পরিবারের সঙ্গে কাটানোর জন্য দিল্লিতে ফিরে আসছেন।
ইয়ামি গৌতম- দীপাবলীতে চণ্ডীগড়ের বাড়িতে যাচ্ছেন ‘কাবিল’ ছবির অভিনেত্রী। সময় কাটাবেন বাবা মা, বোনের সঙ্গে।
রাধিকা আপ্তে- দীপাবলী কাটাতে পাড়ি দিয়েছেন লন্ডনে, স্বামীর সঙ্গে সেলিব্রেট করবেন আলোর উৎসব।
দীপিকা, হৃতিক, শ্রদ্ধা- দীপাবলীতে কী করছেন বলি তারকারা?
ABP Ananda, Web Desk
Updated at:
29 Oct 2016 09:28 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -