কুয়ান্তান: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হওয়ার আগে বিপক্ষের চেয়েও ভারতের বেশি চিন্তা অধিনায়ক তথা গোলকিপার পি আর শ্রীজেশের চোট। গ্রুপের শেষ দুটি ম্যাচে বিশ্রাম নিয়েছিলেন শ্রীজেশ। তাঁর গোড়ালিতে চোট রয়েছে। চোট সারিয়ে সেমিফাইনালে অধিনায়ক খেলতে পারবেন বলেই আশা করছে ভারতীয় শিবির। তবে অধিনায়ক ছাড়াও ভারতের চিন্তা ডিফেন্ডার সুরিন্দর কুমারের সাসপেনসন। এই ডিফেন্ডার সেমিফাইনালে খেলতে পারবেন না। ফলে কিছুটা চাপে ভারতীয় দল।
শ্রীজেশ খেলতে পারবেন কি না সে বিষয়ে নিশ্চয়তা না থাকলেও ভারতীয় দলের অবশ্য বিশেষ চিন্তা থাকার কথা নয়। কারণ, মালয়েশিয়ার বিরুদ্ধে বেশ ভাল পারফরম্যান্স দেখিয়েছেন পরিবর্ত গোলকিপার আকাশ চিকতে। বরং সুরিন্দরের না থাকাই একটু চিন্তার।
গ্রুপ লিগে সব ম্যাচ ভালভাবে জিতলেও, একমাত্র দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধেই ১-১ ড্র করেছিল ভারত। সেই কারণে সেমিফাইনালের আগে সতর্ক ভারতের কোচ রোল্যান্ট অল্টম্যান্স। তিনি বলেছেন, ‘দক্ষিণ কোরিয়া ভাল দল। ওরা এই প্রতিযোগিতায় ক্রমাগত উন্নতি করে চলেছে। ওদের রক্ষণই সবচেয়ে বড় শক্তি। সেই রক্ষণ কী করে ভাঙতে পারি সেটার উপরেই ম্যাচের ভাগ্য নির্ভর করছে। শ্রীজেশের গোড়ালির চোট সেরে উঠছে। আশা করি ও সেমিফাইনালে খেলতে পারবে। তবে শ্রীজেশ যদি খেলতে না-ও পারে, তাহলে চিন্তা নেই। আকাশ চিকতে খুব ভাল পরিবর্ত গোলকিপার।’
দক্ষিণ কোরিয়ার প্রশংসা করলেও, তাদের বদলে পাকিস্তানের বিরুদ্ধেই সেমিফাইনালে খেলার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছেন ভারতের কোচ। তিনি মজার ছলে বলেছেন, ‘এখন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতি নিতে হবে। আশা করি আগামীকাল ১-১ ড্র হবে না।’ গ্রুপের শীর্ষে থাকা ভারতের কোচ এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই দলকে তৈরি করছেন।
সেমিফাইনালের আগে ভারতের চিন্তা শ্রীজেশের চোট
Web Desk, ABP Ananda
Updated at:
28 Oct 2016 11:32 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -