দীপিকা পাড়ুকোন এ যুগের ড্রিম গার্ল, বললেন হেমা মালিনী
ABP Ananda, Web Desk | 18 Oct 2017 03:22 PM (IST)
মুম্বই: দীপিকা পাড়ুকোনকে বলা যেতে পারে এ যুগের স্বপ্ন সুন্দরী। বললেন ড্রিম গার্ল বললেই যাঁর মুখ মনে পড়ে, সেই হেমা মালিনী। দীপিকার কাজের উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন তিনি। হেমার ৬৯তম জন্মদিনে মুম্বইয়ের একটি হোটেলে দীপিকা উদ্বোধন করেন তাঁর জীবনী বিয়ন্ড দ্য ড্রিম গার্ল। হেমা জানান, বাজিরাও মস্তানির নায়িকা যে তাঁর ব্যস্ততার ফাঁকে সময় বার করে তাঁর জীবনী উদ্বোধনে এসেছেন তাতে তিনি খুশি। ব্যক্তিগতভাবেও তিনি ভীষণ পছন্দ করেন দীপিকাকে। শোলের নায়িকাকে জিজ্ঞাসা করা হয়, এখনকার ড্রিম গার্ল চিহ্নিত করতে হলে কাকে বাছবেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁর জবাব, এই তকমা দীপিকারই প্রাপ্য। হেমার মত অতীতদিনের তারকা অভিনেত্রীর এই প্রশংসায় আপ্লুত হয়ে পড়েন দীপিকাও।