নয়াদিল্লি:  এবার নেটিজেনদের নিশানায় নোবেলজয়ী মালালা ইউসুফজাই। তাঁর অপরাধ তিনি লন্ডনের রাস্তায় জিনস-বুট এবং জ্যাকেট পরে বেরিয়ে ছিলেন। যদিও তাঁর মাথা স্কার্ফে ঢাকা ছিল। কিন্তু তাতে মোটেই থামেনি সমালোচকদের সমালোচনা। সম্প্রতিই মালালা সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের থেকে একটি পরামর্শ চেয়েছিলেন। সেখানে তিনি জানান, তাঁর কলেজ জীবন তিনি ফের শুরু করতে চান লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা দিয়ে। তখনই ওঠে কটাক্ষের ঝড়। তারমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হল মালালার এই ছবিটি।




প্রথমে পাকিস্তানেরই একটি পেজ সিয়াসাট.পিকেতে দেখা যায় ছবিটি। তারপর চোখ রাঙানি শুরু হয় নীতি-পুলিশের। এমনকি নোবেলজয়ীকে নির্লজ্জ বলেও তোপ দাগেন বহু নেটিজেনরা। অনেকেরই প্রশ্ন ছিল, এখন জিনস-বুট, আর কতদিন মাথায় ঢাকা থাকে, সেটাই প্রশ্নের। তবে মালালার সমর্থনেও বহু লোক মুখ খুলেছেন। দেখব কয়েকটি পোস্টের নমুনা