অসুস্থ ইরফানের জন্য প্রার্থনা করছেন দীপিকা
ABP Ananda, Web Desk | 13 Mar 2018 11:20 AM (IST)
মুম্বই: অসুস্থ ইরফান খানের দ্রুত আরোগ্যকামনা করলেন পিকুতে তাঁর সহ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দীপিকা বলেছেন, ইরফানই শুধু নন, আশপাশের সকলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন তিনি। অল্পদিন আগে ইরফান জানিয়েছেন, প্রায় অপরিচিত এক রোগে ভুগছেন তিনি। এই অত্যন্ত শক্তিশালী অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে চিন্তায় বলিউড। দীপিকা বলেছেন, আমাদের উচিত, সকলের সুস্বাস্থ্য ও আনন্দের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা। ইরফান অসুস্থ, ওঁর জন্যও আমাদের প্রার্থনা করা উচিত, শুধু ওঁর জন্য নয়, সকলের জন্য। আমি সব সময় নিজের ও আশপাশের মানুষদের জন্য প্রার্থনা করি। গত কয়েক সপ্তাহ আমার জন্য আবেগের দিক থেকে সঙ্কটজনক থেকেছে। তাই এই প্রার্থনা জরুরি। তিনি আরও বলেন, আমি জানি না, ইরফান এখন কোথায় বা তাঁর ঠিক কী হয়েছে। উনি নিজেই বলেছেন, কিছুদিন বাদে নিজেই সকলকে বলবেন সব কিছু। তাই এখন আমাদের উচিত, ওঁকে একা ছেড়ে দেওয়া, ওর গোপনীয়তাকে সম্মান করা। পিকুর পর বিশাল ভরদ্বাজের ছবিতে দেখা যাবে দীপিকা ও ইরফানকে। ছবির নাম এখনও ঠিক হয়নি।