কলকাতা: ক্যামেরার সামনে আমরা যা দেখি, তা যেন রূপকথাই। বলিউডের নায়িকাদের মধ্যে নাকি একটা স্বপ্ন রয়েছে, তাঁরা সঞ্জয় লীলা ভংসালীর (Sanjay Leela Bhansali) ছবিতে অভিনয় করবেন ও সেখানে থাকবে একটি জমাটি গান। সেই ছন্দে পা মিলিয়ে, জমকালো পোশাক পরে যখন নায়িকা নাচ করবেন, তখন তিনি যেন স্বর্গসুন্দরী। তাঁর সঙ্গীরা, আবহের ঝলমলানী.. সব মিলিয়ে সঞ্জয় লীলা ভংসালীর সেটে যেন স্বপ্ন বোনা হয়। 'গাঙ্গুবাঈ কাথিয়াওড়ি' (Gangubai Kathiawadi) ছবিতে 'ঝুমে রে গোরি' (Jhume Re Gori) ও ঢোলিরা (Dholiran) গানে নাচ করার পরে আলিয়া ভট্ট (Alia Bhatt) বলেছিলেন তাঁর স্বপ্নপূরণ হয়েছে। তবে এই স্বপ্নপূরণ যে মোটেই এক্কেবারে সোজা নয়, তা বেশ টের পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। 


সঞ্জয় লীলা ভংসালীর সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন দীপিকা। 'গোলিওঁ কী রাসলীলা.. রামলীলা' (Goliyon Ki Raasleela Ram-Leela) ছবিতে প্রথম রণবীর সিংহের (Ranveer Singh)-এর বিপরীতে কাজ করেন দীপিকা ও সেখান থেকেই তাঁদের প্রেমের শুরু। একটি টক শো-তে এসে রণবীর জানিয়েছিলেন, 'নাগাড়া সঙ্গ ঢোল বাজে' (Nagada Sang Dhool Baaje) গানটি পর্দায় যতটা সুন্দর লেগেছিল, তার পিছনে দীপিকার কী কঠিন পরিশ্রম ছিল। 


রণবীর বলছেন, 'গানটায় কারও তো দীপিকার দিক থেকে চোখ সরে নি আর সেটাই স্বাভাবিক। ওর দুর্দান্ত এক্সপ্রেশন, বিদ্যুতের মতো নাচের স্টেপেই সবার চোখ আটকে ছিল। কেউ যেটা দেখতে পাননি, সেটা হল দীপিকার পা প্রায় ঢাকা ছিল ব্যান্ডেজে। একটা ময়দানে খালি পায়ে ওকে টানা বেশ কয়েকদিন ওই নাচের রিহার্সাল ও তারপরে শ্যুটিং সম্পূর্ণ করতে হয়েছিল। সেই সঙ্গে ওর গায়ে ছিল বেশ ভারি লেহঙ্গা ও গয়না। শ্যুটিংয়ের তৃতীয়দিন দেখলাম ওর পায়ের নিচে চামড়া বলে আর কিছু নেই। পুরোটাই উঠে গিয়ে লাল হয়ে আছে। পা ফেললেই রক্ত পড়ছে। ও একবার নাচের স্টেপ করে করে ঘুরে আসছে আর সেই জায়গায় রক্ত দিয়ে গোল আঁকা হয়ে যাচ্ছে। যেন ও আলতা পরে ইচ্ছা করে ওভাবে পা ফেলেছে। দীপিকা কাউকে বুঝতে দেয়নি কী অসম্ভব কষ্ট হচ্ছে ওর নাচটা করতে পায়ের ওই অবস্থা নিয়ে।'


 






আরও পড়ুন: Mahalaya: দেবী দুর্গার কোন রূপে থাকছেন কোন নায়িকা? 'নবপত্রিকায় দেবীবরণ'-এর খুঁটিনাটি