মুম্বই: সুইজারল্যান্ড পর্যটনের ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন রণবীর সিংহ। ছবির মত এই দেশ নাকি তাঁকে বিয়েটাও সেখানে সেরে ফেলার অফার করেছে।

জানা গিয়েছে, সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে বিয়ে করতে চলেছেন রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন। তাঁদের বাবা মা নাড়াচাড়া করছেন চারটে তারিখ নিয়ে। এর মধ্যে সুইজারল্যান্ডের পর্যটন আধিকারিকদের এই অফার রণবীরের কাছে এসে পড়ায় জল্পনা শুরু হয়েছে, তাহলে কি বিরাট-অনুষ্কার পর আর এক সেলেব জুটি ইউরোপকে বেছে নিলেন তাঁদের বিয়ের ঠিকানা হিসেবে?

যদিও রণবীর এই অফারে ‘হ্যাঁ’ বলেছেন কিনা জানা যায়নি।

রণবীর-দীপিকার প্রেমকাহিনী নিয়ে দীর্ঘদিন ধরে বলিউডে আলোচনা চলছে। গত বছর দীপিকার জন্মদিনে নাকি এক সঙ্গে শ্রীলঙ্কা ঘুরে আসেন তাঁরা। শোনা যাচ্ছিল, এক গোপন অনু্ষ্ঠানে তাঁদের এনগেজমেন্টও হয়ে গিয়েছে। যদিও পরে জানা যায়, এই সব খবরের সত্যতা নেই।