মুম্বই: বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone) প্রায়শই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নানা ছবি এবং ভিডিও শেয়ার করতে দেখা যায়। কখনও রণবীর সিংহের সঙ্গে রোম্যান্টিকতা ধরা পড়ে ছবিতে। আবার কখনও স্বামীর সঙ্গে সময় উপভোগ করার ক্যামেরাবন্দি মুহূর্ত পোস্ট করেন। সোশ্যাল মিডিয়ায় যেমন তিনি সক্রিয় থাকেন, তেমনই নেট দুনিয়ায় তাঁর ফলোয়ার্সের সংখ্যা চোখে পড়ার মতো। ফিটনেস সচেতন দীপিকা পাড়ুকোনের ইনস্টাগ্রাম হ্যান্ডলে প্রায়শই শরীরচর্চার নানা ভিডিও দেখা যায়। অন্যান্য বলি তারকাদের মতো তিনিও নিজেকে ফিট রাখার জন্য শরীরচর্চা করেন। আর সেই ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেন। কিন্তু ঠিক কী কারণে তিনি শরীরচর্চা করেন, তা জানা গেল অবশেষে। রহস্য ফাঁস করলেন নিজেই।


আরও পড়ুন - Katrina Wedding Ring: হিরে বসানো মঙ্গলসূত্রে চোখ আটকে গিয়েছে? ক্যাটরিনার বাগদানের আংটির দাম জানা আছে?


সদ্যই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন বলি ডিভা দীপিকা পাড়ুকোন। যেখানে তাঁকে শরীরচর্চা করতে দেখা যাচ্ছে। জিমে সময় কাটানোর ভিডিও পোস্ট করে দীপিকা পাড়ুকোন লেখেন ঠিক কী কারণে তিনি শরীরচর্চা করেন। ভিডিওয় দীপিকাকে বলতে শোনা গিয়েছে, 'আমি কাজ করতে ভালোবাসি। আবার অসলও হয়ে যাই।' তিনি ভিডিওর ক্যাপশনে লিখেছেন, 'আমি কড়া শরীরচর্চা করি যাতে অনেক বেশি কেক খেতে পারি।' দীপিকা পাড়ুকোনের এমন ভিডিও এবং তার সঙ্গে লেখা ক্যাপশন দেখে কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগী থেকে অন্যান্য নেট নাগরিকরা।



প্রসঙ্গত, একমাস আগেই গিয়েছে রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোনের বিবাহবার্ষিকী। সেই উপলক্ষে আগেই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় সংরক্ষিত করেছিলেন 'পিকু' অভিনেত্রী। গতকাল সেই ছবিগুলি তিনি ফের অসংরক্ষণ করেন। ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের দিন তাঁর এই সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিটিতে চটেছেন নেট নাগরিকরা। ট্রোলের শিকারও হতে হয় দীপিকাকে। যদিও ট্রোলকে একেবারেই পরোয়া করেন না অভিনেত্রী। তাই সেই বিষয়ে কোনও মন্তব্যও প্রকাশ করেননি। পাশাপাশি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফকে নতুন জীবনের শুভেচ্ছাও জানিয়েছেন।