আবীর দত্ত, প্রবীর চক্রবর্তী, কলকাতা: দুই বিদ্রোহী নির্দল সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় ও তনিমা চট্টোপাধ্যায়ের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। অন্যদিকে, সিপিএমের বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন রত্না চট্টোপাধ্যায়। অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।


আসন্ন কলকাতা পুর নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে হবে। গা জোয়ারি করলেই কড়া ব্যবস্থা নেবে দল। দলীয় প্রার্থীদের সামনে স্পষ্ট বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তারপরেও বিরোধী প্রার্থীদের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। 


দলের নির্দেশের পরেও নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন না তোলায় বুধবার সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় ও তনিমা চট্টোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করার কথা ঘোষণা করেছে তৃণমূল। ওই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।


৬৮ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, বালিগঞ্জ এলাকায় তাঁর নামে লেখা দেওয়াল মুছে দিয়েছে তৃণমূলের লোকজন। 


কলকাতা পুরসভা ৬৮ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী তনিমা চট্টোপাধ্যায় জানিয়েছেন, এখানে ডোর টু ডোর ক্যাম্পেন করছিলাম। আমাদের ছেলেরা দেখে সুদর্শনার ছেলেরা আমার ওয়ালিং মুছছে। পুলিশ এসে যা করল সেটাও আমার ভাল লাগেনি। বলল যে অবস্থায় আছে, থাক। এটা কোনও সলিউশন হল!


৭২ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ভবানীপুর এলাকায় ছিঁড়ে ফেলা হয়েছে তাঁর ফেস্টুন ও পোস্টার। কলকাতা পুরসভার ৭২ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়ের কথায়, ছেলেগুলো কষ্ট করে পোস্টার লাগিয়েছিল, সেটাও ছিঁড়ে দিল।


তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়ে কলকাতা পুরসভার ৯৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছেন রাহুল নস্কর। শাসক দলের বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। 


কলকাতা পুরসভা ৯৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী  রাহুল নস্কর জানিয়েছেন, আমাকে গলফগ্রিনে প্রচার করতে দিচ্ছে না। বাইকে এসে আমার ছেলেদের শাসাচ্চে প্রচারে নামলে। তবে সবকটি ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।


উল্টো ছবি ধরা পড়েছে কলকাতা পুরসভার ১৩১ নম্বর ওয়ার্ডে। সেখানকার তৃণমূল প্রার্থী ও বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের অভিযোগ, দলীয় পতাকা ও তাঁর ফ্লেক্স ছিঁড়ে পুড়িয়ে দিয়েছে সিপিএম। সবমিলিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগে বাড়ছে কলকাতা পুরভোটের উত্তাপ।