মুম্বই: শাহরুখ খান (Shah Rukh Khan) এবং দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) 'পাঠান' (Pathaan) ছবির 'বেশরম রং' (Besharam Rang) গানটি মুক্তি পাওয়ার পর থেকেই একাধিক বিতর্ক দেখা গিয়েছে। গানের দৃশ্য থেকে পোশাক নিয়ে উঠেছে অভিযোগের আঙুল। 'বেশরম রং' বিতর্কে দাবি উঠেছে গানের দৃশ্য বদলে ফেলার। ইতিমধ্যেই সেন্সর বোর্ডের পক্ষ থেকে এই ছবির একাদিক দৃশ্য থেকে ডায়লগে কাঁচি চালানোর নির্দেশ এসেছে। দীপিকার 'বেশরম রং' গানের কোন কোন দৃশ্য বাদ পড়তে চলেছে?
কোন কোন দৃশ্য বাদ পড়তে চলেছে 'বেশরম রং' গান থেকে?
সম্প্রতি বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, 'বেশরম রং' গানে দীপিকা পাড়ুকোনের সোনালি রঙের স্য়ুইমস্যুটের বেশ কিছু দৃশ্য বাদ পড়বে। এছাড়াও 'বহুত হি তং কিয়া' কথাগুলি যে দৃশ্যে বলা হচ্ছে, সেটিও বাদ পড়তে চলেছে। হতে পারে, সেই দৃশ্য বদলে ফেলা হবে। তবে, মূলত যে দৃশ্য নিয়ে বিতর্কে তোলপাড় হয়েছে, সেই কমলা রঙের বিকিনির দৃশ্য বদলানো হবে কিনা , তা নিয়ে এখন পরিস্কার করে কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, আজ জন্মদিন দীপিকা পাড়ুকোনের। নেট দুনিয়ায় তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন সাধারণ নেট নাগরিক থেকে তারকারা।
আরও পড়ুন - Happy birthday Deepika Padukone: মনে আছে এই বিজ্ঞাপনগুলো, যেগুলোতে প্রথমবার দেখেছিলেন দীপিকা পাড়ুকোনকে?