Viral Video: ভাইবোনের অটুট বন্ধনের কথা তো সকলেরই জানা। বিশেষ করে বোন যদি বয়সে ছোট হয়, তাহলে তো দাদার দায়িত্ব, কর্তব্য আরও বেড়ে যায়। আমাদের দেশে ভাইবোনের সম্পর্কের নিরিখে পালিত হয় রাখিবন্ধন এবং ভাইফোঁটার মতো উৎসব। বাস্তব জীবন থেকে রুপোলি পর্দা, ভাইবোনের মিষ্টি-মধুর সম্পর্কের কথা সকলেরই জানা। ভাইবোনের সম্পর্কের উপর ভিত্তি করে তৈরি হয়েছে একাধিক ভাল সিনেমাও। এবার সোশ্যাল মিডিয়াতেও (Social Media) ভাইরাল (Viral Video) একরত্তি বোন এবং তার বড় দাদার গল্প। কীভাবে এই দাদা ছোট্ট বোনকে আগলে রাখছে, সেই ভিডিওই ভাইরাল হয়েছে ট্যুইটারে। ২২ সেকেন্ডের এই ভিডিও ক্লিপ দেখে মন ভাল হয়েছে নেটিজেনরা।
দেখে নিন ভাইবোনের অটুট বন্ধনের সেই মন ছুঁয়ে যাওয়া ভাইরাল ভিডিও
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, সাইকেলের পিছনে থাকা কেরিয়ারে বোনকে বসিয়ে নিয়ে যাচ্ছে দাদা। সাইকেলের কেরিয়ারে রয়েছে বেশ কিছু ব্যাগ। স্বভাবতই ছোট্ট মেয়ের বসার জায়গা একটু কমে গিয়েছে। আর তাতেই একটু চিন্তায় রয়েছে তার দাদা। বোনের থেকে বয়সে বড় হলেও, আসলে সে কিশোর। কিন্তু তাতে কী। বয়স কম হলেও, বুদ্ধি রয়েছে বেশ ভালই। ছোট্ট বোন যাতে সাইকেল থেকে পড়ে না যায় সেই ব্যবস্থাও করেছে সে। সাইকেলের সিটের পর হ্যান্ডেল পর্যন্ত যে লম্বা রড থাকে, তার সঙ্গে বেঁধে দিয়েছে বোনের পা। কাপড় দিয়ে ভাবে বোনের পা ওই রডের সঙ্গে বেঁধে দিয়েছে তার দাদা। বাচ্চা মেয়েটিও দিব্যি পিছনে থাকা ব্যাগ-বস্তায় হেলান দিয়ে সাইকেলের কেরিয়ারে বসে রয়েছে। তার বুকের কাছেও ধরা রয়েছে একটা ব্যাগ জাতীয় কিছু। সামনের দিকে পা লম্বা করে বসেছে সে। আর তখনই রডের সঙ্গে গামছা জাতীয় জিনিস দিয়ে বোনের পা বেঁধে দিয়েছে দাদা। তবে এমনভাবেই বেঁধেছে যা দেখে মনে হচ্ছে যে বাচ্চাটির পায়ে ব্যথা লাগছে না।
সাইকেলে বসানোর পর বোনের যাতে কোনও অসুবিধা না হয়, সে যেন পড়ে না যায়, সেদিকে খেয়াল রেখেছে তার দাদা। ভাইবোনের সম্পর্ক তো এমনই হয়। একে অন্যকে আগলে রাখে। ইতিমধ্যেই ট্যুইটারের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও ভাইরাল হয়েছে এই ভিডিও। ট্যুইটারে ১৪ হাজারের বেশি ভিউ হয়েছে এই ভিডিওর। ভাইবোনের অটুট বন্ধন দেখে মুগ্ধ সকলেই। ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিও। বাড়ছে লাইক, ভিউ, কমেন্টের সংখ্যা।
আরও পড়ুন- হাইওয়ে ধরে ছুটছে ট্রাক, নেই সামনের দুই চাকা! ভাইরাল ভিডিও