মুম্বই: লকডাউনে বাড়িতে কাটানোর জন্য সবচেয়ে উপযুক্ত সঙ্গী নাকি রণবীর সিংহ! এমনটাই বলছেন স্ত্রী দীপিকা পাড়ুকোন। কারণ লকডাউনে বাড়িতে থেকে, দিনের মধ্যে নাকি ২০ ঘন্টাই ঘুমিয়ে কাটাচ্ছেন রণবীর। তাই নিজের খুশি মত সময় কাটাতে পারছেন দীপিকা।
কোয়ারেন্টাইন হয়ে বাড়িতে বসে কেমন কাটছে দীপভীরের সময়? উত্তরে দীপিকা জানান, সারা দিনে প্রায় ২০ ঘন্টা ঘুমিয়ে কাটাচ্ছেন রণবীর। বাকি যে ৪ ঘন্টা জেগে থাকছেন রণবীর, তাঁর সঙ্গে সিনেমা দেখে, বিভিন্ন খাবার খেয়ে বা এক্সারসাইজ করে সময় কাটাচ্ছেন দীপিকা।
রোজ রণবীরের সঙ্গে বসে একটা করে সিনেমা দেখা আজকাল রুটিনে পরিণত হয়েছে দীপিকার। বেশিরভাগই অস্কার-নমিনেটেড সিনেমা দেখছেন তাঁরা। ‘রণবীরের কোনও দাবি নেই, চাহিদা নেই। এইসময় রণবীরের সঙ্গে থাকা সত্যিই ভীষণ আনন্দের’, বলেন দীপিকা।
রান্না করতে ভালোবাসেন দীপিকা। নিজেই জানান, পাশ্চাত্যের বিভিন্ন পদ বেশ ভালোই রাঁধতে পারেন। দখল রয়েছে ইতালিয়ান ও কন্টিনেন্টাল রেসিপিতেও। তবে ভারতীয় রান্নাটা একেবারেই পারেন না দীপিকা। ভারতীয় কায়দায় রান্না শিখতেও বেশ আগ্রহী তিনি। মজা করে জানান, তিনি আটা আর বেসন, ধনেপাতা আর পুদিনা পাতার মধ্যে পার্থক্য শিখতে চান। ‘রান্নাঘরের দিকে কখনওই আসেন না রণবীর’, বলেন দীপিকা।
নিজের বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট করেন দীপভীর। জনতা কার্ফুর সময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জ্ঞাপনের ভিডিও পোস্ট করেন তাঁরা। এছাড়াও কোয়ারেন্টাইনের বিভিন্ন মুহূর্তের ছবিও পোস্ট করছেন দীপিকা।