মুম্বই: তখন তিনি ছোট্ট ছিলেন। ঘুরতেন মায়ের কোলে। মায়ের কাছে চান করা, মায়ের কোলে বসে খাওয়া। মাতৃদিবসে তেমনই একটি ছবি পোস্ট করলেন দীপিকা পাড়ুকোন। সঙ্গে ক্যাপশন, প্রতিদিন মাতৃদিবস, লাভ ইউ মা।