মুম্বই:দীপিকা পাড়ুকোন এখন তাঁর আগামী সিনেমা ‘ছপাক’ এর জন্য ব্যস্ত। আর এই সিনেমা নিয়েই তিনি তাঁর শৈশবের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ব্যাক টু স্কুল ছপাক’।



দীপিকার এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তাঁর পোস্টটিতে প্রথম তিন ঘন্টাতেই ১০ লক্ষ লাইক পড়েছে। কমেন্ট এসেছে তিন হাজারের বেশি। উল্লেখ্য, দীপিকার আগামী সিনেমা অ্যাসিড আক্রমণের শিকার তরুণীর কাহিনী অবলম্বনে তৈরি হচ্ছে।
মেঘনা গুলজার পরিচালিত এই সিনেমা অ্যাসিড আক্রমণের শিকার লক্ষ্মী অগ্রবালের জীবন থেকে অনুপ্রাণিত।