নয়াদিল্লি: বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আগামী ৫ জানুয়ারি তাঁর ৩২ তম জন্মদিন পালন করবেন। এখন অবশ্য শ্রীলঙ্কায় ইংরেজি নববর্ষ উদযাপন করতে গিয়েছেন তিনি। সেখানেই জন্মদিন কাটিয়ে ফিরবেন। শোনা যাচ্ছে, জন্মদিনে দীপিকা তাঁর অনুরাগীদের বড়সড় সারপ্রাইজ দিতে পারেন।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, নিজের জন্মদিনে দীপিকা তাঁর বয়ফ্রেন্ড রণবীর সিংহের সঙ্গে বাগদান সম্পন্ন করতে পারেন। খবরে বলা হয়েছে, দুজন একসঙ্গে শ্রীলঙ্কায় নতুন বছর উদযাপন করছেন এবং সেখানেই বাগদান করতে চলেছেন।
উল্লেখ্য, দুজনের জুটিতে দু-দুটি সুপারহিট সিনেমা হয়েছে। সঞ্জয়লীলা বনশালীর 'রাম লীলা' ও 'বাজীরাও মস্তানি'-তে দুজনের সম্পর্কের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। রামলীলার সেট থেকেই নাকি দীপিকা ও রণবীর একে অপরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে।
যদিও দুজনের কেউই সম্পর্কের কথা স্বীকার করেননি। কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে রণবীরকে পরোক্ষে এ ব্যাপারে নিজের অনুভূতির কথা প্রকাশ করতে দেখা গিয়েছে। জল্পনা সত্যি করে দীপিকা ও রণবীর ভবিষ্যতে সাত পাকে বাঁধা পড়বেন কিনা, তাই এখন দেখার।
খুবই শীঘ্রই বাগদান করতে চলেছেন রণবীর সিংহ ও দীপিকা?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Jan 2018 09:15 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -