২০১৫ সালে প্রথমবার অবসাদ সম্পর্কে নিজের মতপ্রকাশ করেছিলেন দীপিকা। এরপর থেকেই তিনি নিয়মিত মানসিক স্বাস্থ্যের গুরুত্বের বিষয়ে নানা মন্তব্য করে আসছেন। মানসিক স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা তৈরি এবং মানসিক সমস্যায় পড়া ব্যক্তিদের সাহায্য করার জন্য ‘লিভ লাভ লাফ ফাউন্ডেশন’ নামে একটি সংস্থাও গড়ে তুলেছেন দীপিকা। এই সংস্থা মানসিক রোগীদের পাশে দাঁড়ানোর বিষয়ে প্রচার শুরু করেছে।
গত ১৪ জুন সুশান্তের মৃতদেহ উদ্ধার হয়। তিনি অবসাদে ভুগছিলেন এবং সেই কারণেই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানান তদন্তকারীরা। এই মামলার তদন্তভার এখন সিবিআই-এর হাতে। সুশান্তের মৃত্যু নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। এরই মধ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুলে আক্রমণের মুখে পড়লেন দীপিকা।