মুম্বই: রবিবার নিজের বাড়িতে পার্টি দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। বলিউডের হুজ হু-দের সঙ্গে ছিলেন রণবীর কপূরের দুই তুতো ভাই আরমান ও আদর জৈন। তাঁদের নিয়ে তোলা দীপিকার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলড হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, দুই ভাইয়ের গলা জড়িয়ে দাঁড়িয়ে মেরুন গাউন পরা দীপিকা। প্রাক্তন প্রেমিকের ভাইরা চুমু খাচ্ছেন তাঁর গালে। দেখুন সেই ছবি




দীপিকার ওরলির বাড়িতে হয় ওই পার্টি। তাঁর প্রেমিক রণবীর সিংহ তো ছিলেনই এছাড়াও ছিলেন শাহরুখ খান, কর্ণ জোহর, সিদ্ধার্থ মালহোত্রা, অভিষেক বচ্চন, আলিয়া ভট্ট, সোনাক্ষী সিংহ প্রমুখ। আসেন রণবীরের পিসি রীমা জৈনের দুই ছেলে আরমান ও আদর জৈনও। শিগগিরই এই দুই ভাইকে বলিউডে দেখা যাবে। দীপিকা এঁদের সঙ্গে ছবি তোলেন। আর তাঁর ঢুলু ঢুলু চোখ দেখে কমেন্টের বন্যা বয়ে যায়।





ট্রোলদের মন্তব্য, নেশা করে দাঁড়ানোর অবস্থায় নেই দীপিকা। দেখুন কিছু মন্তব্য