মুম্বই: রণবীর সিংহ বা দীপিকা পাড়ুকোন- কেউই তাঁদের সম্পর্কের কথা খোলাখুলি এখনও স্বীকার করেননি, আবার অস্বীকারও করেননি। তবে তাঁদের রসায়নে পরিষ্কার, তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নতুন বছর শ্রীলঙ্কায় কাটিয়ে এসেছেন তাঁরা।
কিন্তু দীপিকা মনে হচ্ছে, কোনও বিষয়ে রণবীরের ওপর অসন্তুষ্ট। নেহা ধুপিয়ার একটি শোয়ে গিয়েছিলেন দীপিকা, সঙ্গে গলফার বোন অনীশা। অনুষ্ঠানটি এখনও সম্প্রচারিত হয়নি। তবে জানা যাচ্ছে, সেখানে একটি বাক্য শেষ করতে হত, যার প্রথমে রয়েছে- রণবীর, স্টপ ডুইং...। দীপিকা জবাব দেন, স্টপ ডুইং আউটরেজাস ক্লোথস।
এখন রণবীর যে ধরনের পোশাকআশাক পরেন তা বলিউডের নায়কদের ভাবাই যায় না। লং স্কার্ট থেকে উদ্ভট প্যান্ট- সবই তিনি পরেন এবং নির্বিকারভাবে।
দেখুন তাঁর পোশাকের কিছু নমুনা
নাঃ, দীপিকার রাগ থাকতেই পারে। কথা হল, রণবীর তাঁর পরামর্শে কান দেবেন কি?
এই অভ্যাস এক্ষুনি ছেড়ে দিন রণবীর, চান দীপিকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Jan 2018 12:22 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -