Deepika Padukone: মা হতে চান দীপিকা ? পরিবারে কবে আসছে নতুন অতিথি

Deepika Padukone Motherhood: দীপিকা বলেন, 'আমরা কি সন্তানের কথা ভাবি না, নিশ্চয়ই ভাবি। আমরা চাই সন্তান।  আমরা দুজনেই বাচ্চা খুবই ভালবাসি। কিন্তু তা বলে কি আমরা যখন তখন বাচ্চা নিতে পারি?

Continues below advertisement

নয়াদিল্লি: ২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন দীপিকা এবং রণবীর সিং। তবে তার আগে টানা ছয় বছর ধরে প্রেমপর্ব চলেছে তাঁদের। ২০১৫ সালে গোপনে আংটিবদলও সেরে নেন দীপিকা-রণবীর। সঞ্জয় লীলা বনশলীর 'রামলীলা' ছবির সেট থেকেই দুজনের প্রেমের শুরু। সমাজমাধ্যমে দুজনেই সমানভাবে সক্রিয়। দুজনেরই জনপ্রিয়তা এখন তুঙ্গে। এরই মাঝে এক সুখবর শোনালেন দীপিকা। জানালেন রণবীরের সঙ্গে সন্তানের জন্ম দিতে চান তিনি। সাজিয়ে তুলতে চান নিজের পরিবার।

Continues below advertisement

পরিবার সাজাতে চান দীপিকা

সম্প্রতি একটি সাক্ষাৎকারে দীপিকা জানান, 'আমি আর রণবীর দুজনেই বাচ্চাদের খুব ভালবাসি। আমরা যেদিন ঠিক নিজেদের মত করে নিজেদের পরিবার সাজাতে পারব, সেই দিনটার অপেক্ষা করছি। আমার আত্মীয়দের মধ্যে কাকু, কাকিমা, পরিবারের বন্ধুস্থানীয়রা সকলেই যখনই দেখা হয় আমায় বলেন যে আমি নাকি আগের থেকে অনেকটাই বদলে গিয়েছি।'

সন্তানকে কী শেখাবেন ?

দীপিকা আরও জানান, 'ইন্ডাস্ট্রিতে খুব সহজে টাকা এবং যশ পাওয়া যায়, কিন্তু তার পরেও আমার পরিবারের কাছে আমি কারও মেয়ে, কারও দিদি। আমি সেই পরিচয়টা হারাতে চাই না। আমি এবং রণবীর দুজনকেই আমাদের পরিবার অনেক বেশি বিনীত হতে শিখিয়েছে। আর সেই একই শিক্ষা, একই মূল্যবোধ আমি আমার সন্তানদের মধ্যেও দিয়ে যেতে চাই।'

এখনই মা হতে চান না !

তবে কি সন্তান সত্যিই চান দীপিকা ? সমাজে বহুদিন ধরে প্রেম করলে চিন্তা করা হয় বিয়ে কবে হবে, বিয়ের পর বাচ্চা, নাতি-নাতনি। এটা একপ্রকার ধরা-বাঁধা কথা। দীপিকা বলেন, 'আমরা কি সন্তানের কথা ভাবি না, নিশ্চয়ই ভাবি। আমরা চাই সন্তান।  আমরা দুজনেই বাচ্চা খুবই ভালবাসি। কিন্তু, তা বলে কি আমরা যখন তখন বাচ্চা নিতে পারি ? একেবারেই নয়। জীবনের এই পর্যায়ে আমরা দুজনেই এখন নিজেদের কর্মজীবন নিয়ে খুবই ফোকাসড, আমার মনে হয় না, এই সময় সন্তান নেওয়া ঠিক হবে বলে। আমরা এখন সন্তানের ব্যাপারে কিছুই ভাবছি না'।

সম্প্রতি সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় 'ফাইটার' ছবিতে হৃতিকের সঙ্গে দীপিকার রসায়ন নিয়ে চর্চা তুঙ্গে। ২৫ জানুয়ারি এই ছবি মুক্তি পেতে চলেছে। তবে তার আগে থেকেই নেটিজেনদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কারণ এই প্রথম হৃতিকের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে দীপিকাকে। 

আরও পড়ুন: Urfi Javed: হাসপাতালের বিছানা থেকে ছবি পোস্ট করে কয়েক ঘণ্টা পর মুছে দিলেন উরফি

Continues below advertisement
Sponsored Links by Taboola