মুম্বই: কঙ্গনা রানাউত ও রাজকুমার রাও অভিনীত ‘মেন্টাল হ্যায় কেয়া?’ ছবির নাম ও পোস্টারের তীব্র নিন্দা করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) ও দীপিকা পাড়ুকোনের সংস্থা ‘দ্য লিভ, লাভ, লাফ ফাউন্ডেশন।’ আইএমএ ও ইন্ডিয়ান সাইক্রিয়াটিক সোসাইটির পক্ষ থেকে এই ছবির নির্মাতাদের প্রতি আবেদনে বলা হয়েছে, টিজার সরিয়ে নেওয়া হোক এবং নাম বদল করা হোক। যদি কোনও উস্কানিমূলক দৃশ্য, সংলাপ বা গান থাকে, তাহলে সেগুলিও যেন বদল করা হয়।



আইএমএ-র জাতীয় সভাপতি শান্তনু সেন বলেছেন, ‘‘মেন্টাল হ্যায় কেয়া?’ নামটি মানসিক রোগীদের পক্ষে অপমানজনক। এই ছবির নামটির মাধ্যমে মানসিক রোগীদের হেয় করা হয়েছে। এটি শুধু অনৈতিক ও অমানবিকই নয়, একইসঙ্গে বেআইনিও। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং সেন্সর বোর্ডের কাছে আমার আবেদন, এই মর্যাদাহানিকর নাম ও বিষয়বস্তু সংশোধন করা হোক।’



দীপিকার সংস্থার পক্ষ থেকে ট্যুইটারে লেখা হয়েছে, ‘মানসিক রোগীদের প্রতি গতানুগতিক ধারণা সম্পর্কিত শব্দ ও চরিত্র রূপায়ণ বন্ধ করার সময় এসেছে। ভারতে লক্ষ লক্ষ মানুষ মানসিক সমস্যায় রয়েছেন। তাই তাঁদের বিষয়ে সংবেদনশীল ও দায়িত্ববান হওয়া অত্যন্ত জরুরি।’



মানসিক চিকিৎসরাও সোশ্যাল মিডিয়ায় এই ছবির নাম ও পোস্টারের তীব্র সমালোচনা করেছেন। কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল অবশ্য দাবি করেছেন, এই ছবি সবারই ভাল লাগবে।