জয়পুর: চলতি আইপিএল-এ রাজস্থান রয়্যালসের খারাপ পারফরম্যান্সের জেরে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হল অজিঙ্কা রাহানেকে। তাঁর বদলে অধিনায়কের দায়িত্ব পেলেন স্টিভ স্মিথ। গত মরসুমের আইপিএল শুরু হওয়ার আগেও রাজস্থানের অধিনায়ক হিসেবে স্মিথের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু বল-বিকৃতি কাণ্ডের জেরে নির্বাসিত হওয়ায় তাঁকে খেলানো হয়নি। স্মিথের বদলে অধিনায়ক করা হয় রাহানেকেও। এবার স্মিথ দলে ফিরলেও, শুরুতে তাঁকে অধিনায়ক করা হয়নি। কিন্তু রাজস্থান আটটি ম্যাচের মধ্যে মাত্র দু’টি জেতায় রাহানেকে অধিনায়কের পদ সরিয়ে দেওয়া হল।
রাজস্থানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আইপিএল-এর পরবর্তী ম্যাচগুলিতে রাজস্থান রয়্যালসের নেতৃত্বে থাকবেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভ স্মিথ। গতবার দলকে দারুণভাবে পরিচালনা করে প্লে-অফে নিয়ে গিয়েছিলেন অজিঙ্কা রাহানে। কিন্তু এখন ফ্র্যাঞ্চাইজি মনে করছে, এবারের প্রতিযোগিতায় দলকে লড়াইয়ে ফেরাতে নতুন পরিকল্পনা দরকার। স্টিভ বরাবরই রাজস্থান রয়্যালসের নেতৃত্বের সঙ্গে যুক্ত ছিল। রাহানেরও দলে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এই বদলের ফলে লিগ টেবলে উপরের দিকে যাওয়ার জন্য জরুরি ফল পাওয়া যাবে আশা করছে রয়্যালস।’
স্মিথ অবশ্য ১ মে পর্যন্ত আইপিএল-এ খেলতে পারবেন। ততদিনে তাঁর দল লিগ পর্যায়ের বেশিরভাগ ম্যাচ খেলে ফেলবে। আগামী সপ্তাহেই ইংল্যান্ড দলের হয়ে বিশ্বকাপের প্রস্তুতি শিবিরে যোগ দিতে চলে যাবেন বেন স্টোকস ও জোস বাটলার। ফলে বাকি ম্যাচগুলিতে তাঁদেরও পাবে না রাজস্থান।
আইপিএল-এর মাঝপথেই রাজস্থান রয়্যালসের অধিনায়কের পদ থেকে সরানো হল রাহানেকে, দায়িত্বে স্মিথ
Web Desk, ABP Ananda
Updated at:
20 Apr 2019 04:58 PM (IST)
রাজস্থান আটটি ম্যাচের মধ্যে মাত্র দু’টি জেতায় রাহানেকে অধিনায়কের পদ সরিয়ে দেওয়া হল।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -