মুম্বই: লকডাউনে অনলাইনে মুদিখানার সামগ্রী অর্ডার করতে গিয়ে সমস্যায় পড়েছেন? সময়মতো ডেলিভারি পাচ্ছেন না? অভিযোগ জানিয়েও লাভ হচ্ছে না?

হতাশ হবেন না। করোনা লকডাউনের জেরে ছাপোষাদের এই অভিজ্ঞতা তো হচ্ছেই, বাদ যাচ্ছেন না সেলিব্রিটিরাও। দীপিকা পাডুকোন যেমন।







ইনস্টাগ্রাম স্টোরিজে দীপিকা তাঁর অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন। জানিয়েছেন, প্রথমে তিনি ডেলিভারি স্লট খুঁজে পাচ্ছিলেন না। বহু চেষ্টার পর সেটা যদিও বা পেলেন, শেষ মুহূর্তে তাঁকে জানানো হল যে, ডেলিভারি করা যাবে না। কারণ ডেলিভারি করার মতো কেউ নেই। এবং সব মিলিয়ে অর্ডার করতে যা সময় নষ্ট হয়েছে, তা নিয়ে বেজায় ক্ষুব্ধ অভিনেত্রী।

দীপিকা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে যে ই-কমার্স সংস্থার কাছে মুদিখানার সামগ্রী কিনছিলেন, তার নামও ট্যাগ করেন। আপাতত সদুত্তরের অপেক্ষায় আছেন রণবীর সিংহের ঘরণি।