কলকাতা: আজ ২৫ বৈশাখ।বাঙালির প্রিয় ঠাকুরের আজ জন্মদিন। তবে কেবল বাঙালি নয়, আপামর ভারতবাসীকে যিনি বারবার মুগ্ধ করেছেন তাঁর লেখনীতে, গানে, কবিতায়, দর্শনে, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। আজ তাঁর ১৫৯তম জন্মজয়ন্তী। আজ গানে গানে তাঁকে শ্রদ্ধা জানালেন টলিউডের অভিনেত্রীরা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেইসব ভিডিও। দেখুন, লকডাউনে সেলেবদের রবীন্দ্রজয়ন্তী পালন।


লকডাউনে নিজের বাড়িতে বসে গান গাইলেন পাওলি দাম। পাওলির গলায় 'এই কথাটি মনে রেখো' শুনে মুগ্ধ অনুরাগীরাও। করোনা আবহে লকডাউনের নিয়ম মেনেই কবিগুরুকে শ্রদ্ধা জানালেন পাওলি। এর আগে রবীন্দ্র উপন্যাসের আদলে 'এলার চার অধ্যায়' সহ বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন পাওলি।




নিজের বাড়ির ছাদে রবীন্দ্রসংঙ্গীত গাইছেন জুন আন্টি থুড়ি উষসী চক্রবর্তী। বর্তমানে ছোটপর্দায় শ্রীময়ী ধারাবাহিকে খল চরিত্রে অভিনয় করে জুন আন্টি নামেই বেশ জনপ্রিয় তিনি। একাধিক ছবিতে অভিনয় করেছেন উষসী। রবীন্দ্রজয়ন্তীতে তাঁর গলায় শোনা গেল, 'ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালোআগুন জ্বালো'



ছোটপর্দায় ত্রিনয়নী ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন শ্রুতি দাস। প্রধান চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। রবীন্দ্রজয়ন্তীতে 'নয়ন তোমারে পায় না দেখিতেগানটি গেয়ে তিনি শ্রদ্ধা জানালের বিশ্বকবিকে।



রবীন্দ্রজয়ন্তীতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। দুই বোনের গাওয়া রবীন্দ্রসংঙ্গীত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাঙালি পোষাকে ম্যান্ডোলিন বাজিয়ে দুই বোন গেয়ে চলেছেন একের পর এক রবীন্দ্রসঙ্গীত। পেশায় তারা গায়িকা। কখনও তাঁদের গলায় 'মম চিত্তেআবার 'কখনও আমার বেলা যে যায়শুনে মুগ্ধ নেটদুনিয়া।