দেখুন ৩৭৭ ধারার ওপর সুপ্রিম কোর্টের রায় নিয়ে রণবীর, দীপিকার সেলিব্রেশন
ABP Ananda, Web Desk | 07 Sep 2018 08:34 AM (IST)
মুম্বই: সমকামী যৌন সম্পর্ককে বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের রায় স্বাগত জানাল বলিউড। ব্যতিক্রম নন বাজিরাও মস্তানি রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনও। ইনস্টাগ্রামে নিজেদের ছবি শেয়ার করেছেন তাঁরা, এলজিবিটি আন্দোলনের প্রতীক রামধনু রঙা পোশাক পরে। দেখুন তাঁদের ছবি ব্রিটিশ আমলের ৩৭৭ ধারার যে অংশে সমলিঙ্গ যৌন সম্পর্ক অবৈধ বলে ঘোষিত তা গতকাল খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রত্যেক মানুষের নিজের চাহিদামত বাঁচার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছে তারা।