মুম্বই: মুম্বইয়ের বিলাসবহুল অভিজাত হোটেলে অনুষ্ঠিত হল বলিউডের বহুল আলোচিত জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহর বিয়ের রিসেপশন। এই পার্টিতে ছিল বলিউডের প্রায় সমস্ত তারকার উজ্জ্বল উপস্থিতি। রূপোলি পর্দার তারকাদের পাশাপাশি ক্রীড়া জগতের অনেক তারকাকেই দেখা গেল পার্টিতে। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি স্ত্রী সাক্ষীকে নিয়ে পৌঁছলেন পার্টিতে। তাঁদের সঙ্গে ছিলেন ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ড্য।
সংবাদমাধ্যম ও আলোকচিত্রীরা তিনজনের একসঙ্গে ছবি তুলতে শুরু করেন। এরইমধ্যে আচমকা ফ্রেম থেকে বেরিয়ে যান সাক্ষী। এতে হেসে ফেলেন ধোনি এবং এরপ হার্দিকের সঙ্গে পোজ দেন আলোকচিত্রীদের সামনে।
আসলে ওই সময় আলোকচিত্রীরা ধোনিকে একটানা 'ক্যাপ্টেন কুল' বলে ডাকছিলেন। সম্ভবত এ কারণেই সাক্ষী ফ্রেম থেকে সরে আসেন।





ধোনি ছাড়াও ক্রীড়া জগতের আরও অনেক তারকা এসেছিলেন পার্টিতে। এসেছিলেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর।



সচিনের সঙ্গে ছিলেন ছেলে অর্জুন ও স্ত্রী অঞ্জলি। এছাড়াও এসেছিলেন ১৯৮৩-র বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক কপিল দেব।



এসেছিলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী ও তাঁর স্ত্রী।



উল্লেখ্য, গত ১৪ ও ১৫ নভেম্বর ইতালিতে বিয়ে হয় রণবীর ও দীপিকার।