সিডনি: আসন্ন টেস্ট সিরিজে স্লেজিং করতে চান না ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি ঝামেলা এড়িয়ে চলতে চাইছেন। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘শেষবার যখন অস্ট্রেলিয়া সফরে এসেছিলাম, তখনকার চেয়ে এখন আমার নিজের প্রতি আস্থা অনেক বেশি। আমার কারও কাছে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। আমি কেরিয়ারের শুরুতে ভাবতাম, ব্যক্তিগত কৃতিত্ব গুরুত্বপূর্ণ। কিন্তু এখন যে কোনও মূল্যে দলকে জেতাতে চাই। তাই বিপক্ষের সঙ্গে ঝামেলায় জড়ানোর প্রয়োজন অনুভব করি না। আমার মধ্যে এই পরিবর্তন এসেছে।’


গতবারের অস্ট্রেলিয়া সফরে সাফল্য পেয়েছিলেন বিরাট। সেইসঙ্গে তিনি স্লেজিংয়েও জড়িয়েছিলেন। এবার টেস্ট সিরিজ শুরু হচ্ছে ৬ তারিখ থেকে। তার আগে বিরাট মনে করছেন, টিম পেইনের নেতৃত্বে অস্ট্রেলিয়া দল আক্রমণাত্মক ভঙ্গিতেই মাঠে নামবে। স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার না থাকলেও, অস্ট্রেলিয়া যথেষ্ট শক্তিশালী দল বলেই মত ভারতের অধিনায়কের। এ বিষয়ে তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়ানরা সবসময় আক্রমণাত্মক ভঙ্গিতেই ক্রিকেট খেলে। আমার মনে হয়, ওদের শরীরের ভাষায় কোনও বদল হবে না। এই সিরিজে লড়াই হবে। ওরা সেরা খেলা খেলবে এবং আমাদের কাছ থেকেও সেরা খেলা আশা করবে। আমাদের লড়াই সহজ হবে না।’