ইতালির লেক কোমোতে গত ১৪ ও ১৫ নভেম্বর দুধরনের রীতি মেনে দীপভীরের বিয়ে হয়। তারপর দেশে ফেরার পর থেকেই প্রথমে বেঙ্গালুরু, পরবর্তী সময় মুম্বইয়ে পরপর তিনটি পার্টি দেন টিনসেল টাউনের এই জনপ্রিয় জুটি। শনিবার রাতে দীপিকা-রণবীর বলিউডে তাঁদের সহকর্মীদের জন্যে পার্টি দিয়েছিলেন। শনিবার রাতের সেই পার্টিতে হাজির ছিলেন গ্ল্যামার দুনিয়ার সকলেই।
গ্র্যান্ড হায়াতের পার্টিতে রণবীর সিংহকে দেখা গেল পাগলের মতো নাচতে। সেই আসরে অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন এবং রণবীরের মায়ের সঙ্গে নায়কের নাচ সকলের নজর কাড়ল।