ভুবনেশ্বর: এবারের হকি বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫-০ উড়িয়ে দেওয়ার পর আজ দ্বিতীয় ম্যাচে শক্তিশালী বেলজিয়ামের বিরুদ্ধে ২-২ ড্র করল ভারতীয় দল। প্রথমে পিছিয়ে পড়লেও, ২-১ এগিয়ে গিয়েছিল ভারত। তবে শেষদিকে গোল হজম করায় জয় হাতছাড়া হয় ভারতের।


ভারতীয় দলের কোচ হরেন্দ্র সিংহ ম্যাচের আগে বলেছিলেন, এই ম্যাচটিকে তাঁরা কার্যত প্রি-কোয়ার্টার ফাইনাল হিসেবে দেখছেন। কিন্তু শুরু থেকেই বেলজিয়ামের দাপট দেখা যায়। ৮ মিনিটে প্রথম গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন আলেকজান্ডার হেনড্রিকস। প্রথম কোয়ার্টারের শেষে এই এক গোলেই এগিয়েছিল বেলজিয়াম। দ্বিতীয় কোয়ার্টারেও বেলজিয়ামেরই দাপট ছিল। তারা গোলের সহজ সুযোগ পেলেও, অল্পের জন্য ব্যবধান বাড়াতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে সমতা ফেরানোর লক্ষ্যে আক্রমণে ঝাঁপায় ভারত। কিন্তু বেলজিয়ামের গোলদুর্গ অটুট থাকে। পাল্টা বেলজিয়ামও আক্রমণ হানে। অবশেষে ৪০ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে সমতা ফেরান হরমনপ্রীত সিংহ। তৃতীয় কোয়ার্টারের শেষে ফল ছিল ১-১। চতুর্থ কোয়ার্টারের শুরুতেই ম্যাচের রং বদলে যায়। ৪৭ মিনিটে ভারতকে এগিয়ে দেন সিমরনজিৎ সিংহ। কিন্তু ৫৬ মিনিটে সমতা ফেরান সাইমন গুগনার্ড। এরপর আর গোল হয়নি।