মুম্বই: সংবাদমাধ্যমে বড় গলায় জানিয়েছিলেন শাহরুখ খানের জন্য হরিণের চামড়ার চপ্পল পাঠাবেন তিনি। ব্যস, আর যায় কোথায়! পুলিশ এসে সোজা জেলে ভরে দিয়েছে তাঁকে। এভাবেই খামোখা ফ্যাসাদে পড়েছেন পাকিস্তানের এক জুতো বিক্রেতা।

ওই জুতো বিক্রেতা পেশোয়ারের বাসিন্দা, নাম জাহাঙ্গীর খান। দিনকয়েক আগে পেশোয়ারে বসবাসকারী শাহরুখের এক আত্মীয় তাঁকে দিয়ে বলিউড সুপারস্টারের জন্য দুজোড়া পেশোয়ারি চপ্পল বানাতে চান। শাহরুখের প্রচণ্ড ভক্ত জাহাঙ্গীর এমন অর্ডার আসায় উত্তেজিত হয়ে পড়েন। ঠিক করেন, শাহরুখের জন্য হরিণের চামড়া দিয়ে তৈরি পেশোয়ারি চপ্পল বানিয়ে পাঠাবেন তিনি। তারপর নিজের ইচ্ছের কথা সোজা গিয়ে জানান সংবাদমাধ্যমে।

খবর মুহূর্তে পৌঁছে যায় বন্যপ্রাণী দফতরের কাছে। তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে গ্রেফতার করে জাহাঙ্গীরকে। শাহরুখের জন্য চপ্পল বানাতে হরিণের চামড়া তিনি ইতিমধ্যেই জোগাড় করে ফেলেছেন কিনা, বন্যপ্রাণী দফতর তা তদন্ত করে দেখছে। যদি জানা যায়, হরিণ মেরে চামড়া জোগাড় করার কাজ সারা, তাহলে তাঁকে জরিমানা দিতে হবে, বন্যপ্রাণী সংক্রান্ত আইনে পেতে হবে শাস্তিও।

শাহরুখের ‘ফ্যান’ বক্স অফিসে সাড়া না ফেলতে পারলেও বাস্তবজীবনে তাঁর ফ্যান ফলোইংয়ে যে একটুও ভাঁটা পড়েনি, তার এমন হাতে গরম প্রমাণে তিনি আশ্বস্ত হতে পারেন।