মেয়ের বাবা হলেন শাহিদ কপূর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Aug 2016 02:22 AM (IST)
বাবা হলেন শাহিদ কপূর। ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দিলেন শাহিদের স্ত্রী মীরা রাজপুত। শুক্রবার রাত আটটা নাগাদ মুম্বইয়ের হিন্দুজা হেলথকেয়ার হাসপাতালে শাহিদের মেয়ের জন্ম হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মীরাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মেয়ে হওয়ার খুশিতে স্বভাবতই উচ্ছ্বসিত নায়ক। সন্তান জন্মানোর খবরটা শাহিদ নিজেই টুইটারে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘‘সে এসেছে। আমরা কতটা খুশি তা প্রকাশ করার জন্য শব্দ কম পড়ছে। তোমাদের সকলের শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ।’’ মীরার গোটা প্রেগন্যান্সি পিরিয়ডে তাঁকে আগলে রেখেছিলেন শাহিদ। খবর ছিল আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শাহিদ-মীরার সংসারে প্রথম সন্তান আসতে চলেছে। সময়ের কিছুটা আগেই মা হলেন মীরা। গতকাল রাত থেকে হাসপাতালেই ছিলেন শাহিদ। সব মিলিয়ে এখন খুশির জোয়ার কপূর পরিবারে। শাহিদ-মীরাকে শুভেচ্ছা জানিয়েছেন বলি তারকারা।