তিনি লিখেছেন, ‘‘সে এসেছে। আমরা কতটা খুশি তা প্রকাশ করার জন্য শব্দ কম পড়ছে। তোমাদের সকলের শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ।’’
মীরার গোটা প্রেগন্যান্সি পিরিয়ডে তাঁকে আগলে রেখেছিলেন শাহিদ। খবর ছিল আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শাহিদ-মীরার সংসারে প্রথম সন্তান আসতে চলেছে। সময়ের কিছুটা আগেই মা হলেন মীরা। গতকাল রাত থেকে হাসপাতালেই ছিলেন শাহিদ। সব মিলিয়ে এখন খুশির জোয়ার কপূর পরিবারে। শাহিদ-মীরাকে শুভেচ্ছা জানিয়েছেন বলি তারকারা।