নয়াদিল্লি: অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী অগ্রবালের আইনজীবী অপর্ণা ভট্টকে কৃতিত্ব না দিলে দেখানো যাবে না দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ছপাক’। আজ এই রায় দিল দিল্লি হাইকোর্ট। আগামী বুধবার থেকে মাল্টিপ্লেক্সগুলিতে এই ছবি প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। ‘ছপাক’-এর লাইভ স্ট্রিমিংও করা যাবে না। শুক্রবার থেকে অন্যান্য সিনেমা হলগুলিতেও এই ছবি দেখানো যাবে না বলে জানিয়েছে আদালত।

এর আগে পাতিয়ালা হাউস কোর্ট এক রায়ে জানিয়েছিল, ‘ছপাক’ দেখানোর সময় লক্ষ্মীর আইনজীবীকে কৃতিত্ব দিতে হবে। পর্দায় দেখাতে হবে, ‘মহিলাদের উপর যৌন ও শারীরিক অত্যাচার সংক্রান্ত মামলায় লড়াই চালিয়ে যাচ্ছেন অপর্ণা ভট্ট।’ এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন ছবির নির্মাতারা। তবে হাইকোর্টও জানিয়ে দিল, অপর্ণাকে কৃতিত্ব দিতেই হবে।