নয়াদিল্লি: শাহরুখ খানের ‘জিরো’ ছবির প্রোমো, পোস্টারের বিরুদ্ধে দিল্লির নর্থ অ্যাভিনিউ থানায় নালিশ দিল্লি শিখ গুরুদ্বার পরিচালন কমিটির। সংগঠনের সাধারণ সম্পাদক মনজিন্দর সিংহ সিরসার অভিযোগ, শাহরুখের মুক্তির অপেক্ষায় থাকা ছবির পোস্টারে তাঁকে অন্তর্বাস পরা অবস্থায় কৃপাণ সহ দেখা গিয়েছে। কিন্তু শিরোমনি গুরুদ্বার প্রবন্ধক কমিটি অনুমোদিত শিখদের ধর্মীয় প্রথা-রীতি, আচরণবিধি অনুসারে শুধুমাত্র একজন অমৃতধারী শিখই গাটরা কৃপাণ রাখতে পারেন। দিল্লির শিরোমনি অকালি দল-বিজেপি জোটের বিধায়ক সিরসার দাবি, শাহরুখ ওই পোস্টারের মাধ্যমে শিখদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। যদিও শাহরুখ বা তাঁর ছবির সঙ্গে যুক্ত কারও প্রতিক্রিয়া মেলেনি অভিযোগ সম্পর্কে।
শাহরুখ ছাড়াও ‘জিরো’ ছবির পরিচালক আনন্দ রাইয়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন সিরসা।
এক বিবৃতিতে তিনি বলেছেন, ছবির প্রোমো-তে তারকা অভিনেতা কৃপাণ পরা অবস্থায় নিজেকে তো দেখিয়েছেনই, পোস্টারেও তাঁকে মজার মুডে দেখা গিয়েছে, যাতে শিখদের ধর্মীয় বিশ্বাসের একটি সামগ্রীকে আরও খেলো করে তোলা হয়েছে। শিখরা ছবি বা বাস্তব জীবন, কোথাওই এ জাতীয় অপকর্ম সইতে পারেন না। পুলিশকে তাঁর অভিযোগ খতিয়ে দেখে ছবির প্রোমোটি নিষিদ্ধ করতে হবে বলে দাবি করেছেন সিরসা। ছবি থেকেও ‘আপত্তিকর’ দৃশ্যটি বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
সিরসা শাহরুখ, রাইকেও লিখিত হুঁশিয়ারি দিয়েছেন যে, ওই দৃশ্য ছেঁটে না ফেললে ছবির প্রদর্শনী বন্ধের দাবি প্রেক্ষাগৃহের বাইরে বিক্ষোভ দেখাবেন শিখ সম্প্রদায়।
‘জিরো’-র প্রোমো, পোস্টারে শিখদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ দায়ের শাহরুখের বিরুদ্ধে
Web Desk, ABP Ananda
Updated at:
06 Nov 2018 01:47 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -