কলকাতা: ছবির জগতে ১৭ বছর পূর্তির স্মরণ ছবির সেট থেকেই। তবে এই জগতে প্রথম তিনি পা রেখেছিলেন অভিনেতা হিসেবে। আর এখন তাঁর আরও এক পরিচয় রয়েছে। অভিনেতার সঙ্গে সঙ্গে তিনি এখন প্রযোজকও। নিজের নতুন ছবির সেট থেকে ছবি পোস্ট করে স্মৃতিচারণায় অভিনেতা দেব (Dev)।


নতুন প্রোজেক্ট 'বাঘাযতীন' (Baghajatin) নিয়ে আপাতত ব্যস্ত দেব। সেই ছবির সেট থেকেই ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। ছবি শেয়ার করে দেব লিখেছেন, 'বাঘাযতীনের সেটে। সেইদিনের ছবি যেদিন আমি অভিনেতা হিসেবে ১৭ বছর পূর্ণ করলাম। অদ্ভূতভাবে আজ আমি সেটে একজন অভিনেতা নয়, একজন প্রযোজক হিসাবে উপস্থিত রয়েছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। আশীর্বাদপ্রাপ্ত.. এটুকুই বলতে পারি আমি।'                                                                                                                                 


আরও পড়ুন: Shah Rukh Khan: শাহরুখের সঙ্গে সলমনের তুলনা, 'ভাইজান'-কে 'GOAT' বলে উল্লেখ করলেন 'পাঠান'                 


এই পোস্টের উত্তরে রুক্মিণী লিখেছেন, 'শুভেচ্ছা। তোমার এই জায়গাটা সত্যিই প্রাপ্য। তুমি সবসময় আমায় উজ্জীবিত করো।' অন্যদিকে আজই একটি বড় ঘোষণা করেছেন দেব।  সোশ্যাল মিডিয়ায় আজ একটি পোস্ট করে দেব জানান, এবার ব্যোমকেশের চরিত্রে দেখা যাবে তাঁকে। দেব সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে লিখেছেন, '১৭ বছর এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেললাম। অভিনেতা হিসেবে আমার নতুন কাজের কথা জানাচ্ছি। ব্যোমকেশ 'দুর্গ রহস্য'। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস্ ও শ্যাডো ফিল্মসের সম্মিলিত প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। অন্যান্য চরিত্র সম্পর্কে আরও জানার জন্য চোখ রাখুন।'