কলকাতা : পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে কি ভাঙন ধরবে গেরুয়া শিবিরে ? দিনকয়েক আগে ভাইরাল হওয়া একটি ছবি ঘিরে রাজ্য রাজনীতি ছিল সরগরম। যদিও 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে' (Artificial Inteligence) বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিকৃত করা হয়েছিল সেই ছবি, বলেই শনিবার দাবি করেছেন হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। বিজেপি বিধায়ক (BJP MLA) উড়িয়ে দিয়েছে তৃণমূলে যোগদানের সম্ভাবনাও। তা নিয়েও আবার তৈরি হয়েছে নতুন তরজা।
কিন্তু যে ছবিটি ভাইরাল হয়েছিল, তাতে হাজির ছিলেন আরও একজন। মেদিনীপুরের তৃণমূল নেতা (TMC) অজিত মাইতি (Ajit Maity)। ছবিটি প্রসঙ্গে দাবি করা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিসের বাইরে বসে অপেক্ষা করছিলেন অজিত মাইতি ও হিরণ চট্টোপাধ্যায়। আর এদিন হিরণের বিকৃত ছবি দাবি প্রসঙ্গে তাঁর 'মস্তিষ্ক বিকৃতি' হয়েছে বলে খোঁচা দিয়েছেন অজিত মাইতি।
অজিতের আক্রমণ
পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতির কটাক্ষ, জলজ্যান্ত ছবিকে ফেক বলছেন, মস্তিক বিকৃতি ঘটেছে। শনিবার তৃণমূল যোগের গুঞ্জন উড়িয়ে এবিপি আনন্দ-র প্রতিনিধিকে হিরণ জানালেন, ' কেউ ফোটোশপ ব্যবহার করে কোনও ছবি বানাতেই পারে। এখন আমিও বলতে পারি, আমি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের সঙ্গে নৈশভোজ করে এসেছি। হ্যান্ডশেক করছি, এমন ছবি বানিয়ে নেওয়াও যেতে পারে। ' উল্টে তিনি কৌতূক করে প্রশ্ন করেন, ' আমিও তো বলতে পারি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলতে পাঠিয়েছেন ? আমিও তো বলতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিল আমি মুখ্যমন্ত্রী হব, তোমাদের ৭০ আছে, আমি ১০০ জন বিধায়ক নিয়ে আসছি, আমি তো এটাও দাবি করতে পারি।'
অভিষেকের পাল্টা
এদিকে হিরণ চট্টোপাধ্যায়কে পাল্টা আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেছেন, 'থানায় ক্রিমিনাল কেস করুক হিরণ। আমি অনেক কিছু করতে পারি, কিন্তু করব না। আমি হিরণের জায়গায় হলে হাইকোর্টে মানহানির মামলা করতাম। মিঠুন চক্রবর্তীকে আগে বোঝান হিরণ, উনি তো বিজেপিতে আছেন। দেবকে পরে বোঝাবেন হিরণ। আপনি আচরি ধর্ম পরেরে শেখাও'।
প্রসঙ্গত, দেবের অপরাধ যদি প্রমাণ হয়, তিনি যদি জেলে যান তাহলে তাঁর চিন্তা মিঠুন চক্রবর্তীকে নিয়ে বলেই বিস্ফোরক দাবি করেন হিরণ চট্টোপাধ্যায়। হিরণের কথায় , 'মিঠুনদা দেবের সঙ্গে অভিনয় করেছেন। ওই প্রোডিউসারের ব্যানারে তিনি কাজ করে ফেললেন। এবার দেব যদি দোষী সাব্যস্ত হন অথবা জেলে যান...তাহলে মিঠুনদাকে আবার টাকা ফেরত দিতে হবে। মিঠুনদা যেহেতু প্রজাপতিতে অভিনয় করেছেন, ...পারিশ্রমিক নিলে ইডি-সিবিআইকে টাকা ফেরত দিতে হবে'
আরও পড়ুন- নিয়োগ দুর্নীতিতে যার দিকে বিপুল দুর্নীতির নিশানা সেই গোপাল দলপতিই রহস্যজনক ভাবে উধাও !