কলকাতা: মুক্তির পর নন্দনে শো পেল না দেব (Dev) অভিনীত ফিল্ম 'প্রজাপতি' (Projapoti)। কিছু দিন আগে একইভাবে নন্দনে ব্রাত্য ছিল অনীক দত্ত পরিচালিত 'অপরাজিত।'  ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন জিতু কমল এবং তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। দুটি ছবিই দেখানো হয়নি নন্দনে। আর অভিনয়ের পাশাপাশি  দেব এবং সায়নী দুজনেই, তৃণমূলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন !


নন্দনে ব্রাত্য দেবের 'প্রজাপতি'


'প্রজাপতি' (Projapoti) ছবিতে দেবের পাশাপাশি অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী সিনেমাটিতে থাকার কারণেই কী নন্দনে জায়গা পেল না সিনেমাটি ? এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।এদিন দেব ট্যুইট করে লিখেছেন, 'নন্দনকে এবার খুবই মিস করব। তবে কোনও ব্যাপার নয়। আবার দেখা হবে।' মিঠুন এবং দেব দুই রাজনৈতিক শিবিরের। রাজনৈতিক কারণেই কি নন্দনে জায়গা পেল না প্রজাপতি? টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনৈতিক বিভাজনের শিকার প্রজাপতি? উঠছে প্রশ্ন। 'প্রজাপতি' ছবিতেবাবা এবং ছেলের গল্প ফুটিয়ে তুলেছেন পরিচালক অভিজিৎ সেন। এ নিয়ে শুরু থেকেই উৎসাহিত ছিলেন দেব এবং মিঠুন দুই জনেই। তাঁদের রাজনৈতিক অবস্থান ছবি তৈরির পথে বাধা হয়ে দাঁড়ায় কিনা প্রশ্নের জবাবে সম্প্রতি দুই শিল্পীই সৌজন্যের বার্তা দিয়েছিলেন। জানিয়েছিলেন, রাজনীতিতে কচাকচি সাধারণ নিচু স্তরের কর্মী-সমর্থকদের মধ্যে থাকে। উপরতলায় সকলেই সকলের বন্ধু। কিন্তু নন্দনে ছবির মুক্তি আটকে যাওয়ায় তাঁদের সেই সৌজন্যের বার্তা আদৌ ফলপ্রসূ হল না বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। 






আরও পড়ুন, সরকারের বিপক্ষে বললে, ডাকা যায় ?' মিঠুনের আমন্ত্রণ ইস্যুতে প্রশ্ন চিরঞ্জিৎ-র, পাল্টা দেবশ্রী


অতীতে সুযোগ পায়নি সায়নির 'অপরাজিত'ও


অপরদিকে, এর আগে অনীক দত্ত পরিচালিত 'অপরাজিত' ছবিটিও জায়গা পায়নি নন্দনে। ওই ছবিতে অভিনয় করেছিলেন খোদ তৃণমূলের সায়নী ঘোষ, যিনি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতিও। সে বারও কম বিতর্ক হয়নি। কিন্তু দেব, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের পাত্র বলেই পরিচিত যিনি, তাঁর ছবি কেন নন্দনে জায়গা পেল না, তা নিয়ে উঠছে প্রশ্ন।