কলকাতা: ট্রেলার শুরু হোক ব্যোমকেশ আর সত্যবতীর রসায়ন দিয়ে, এটা চেয়েছিলেন দেবই। তারপরে ধীরে ধীরে গল্পে প্রবেশ.. জড়িয়ে আস রহস্যের জট.. হত্যা। সব মিলিয়ে ২ মিনিট ১২ সেকেন্ডে টান টান রহস্যের জাল বোনার চেষ্টা করলেন বিরসা দাশগুপ্ত (Birsha Dashgupta)। মুক্তি পেল 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'-র ট্রেলার। মুখ্যভূমিকায় দেব (Dev), রুক্মিণী মৈত্র (Rukmini maitra) ও অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya)। 


আজ ট্রেলার মুক্তির অনুষ্ঠানে হাজির ছিলেন দুই ব্যোমকেশ ও তার দুই পরিচালক। অর্থাৎ, অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya) ও দেব (Dev)। অন্যদিকে বিরসা ও সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। আজ এই ট্রেলার মুক্তির সঙ্গে সঙ্গে, আড্ডা আলোচনাতেও যোগ দিলেন সমস্ত কলাকুশলীরা।


ট্রেলার মুক্তির পরে সাংবাদিকদের তরফ থেকে অনির্বাণ ও দেবের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, এতজন অভিনেতা একসঙ্গে ব্যোমকেশ-এর ভূমিকায় অভিনয় করলে নতুন প্রজন্মের কাছে ব্যোমকেশ হিসেবে কার ছবিটা থাকবে? অনির্বাণ এই প্রশ্নের উত্তরে বলেন, 'ধর্মের দেশ আমাদের। ৩৩ কোটি দেবতাকে মান্য করেন মানুষ। সেখানে ৭টা ব্যোমকেশে কী সমস্যা?' অনির্বাণের এই উত্তরের প্রশংসা করেন সবাই। 


অন্যদিকে, সোহিনীর হাত ধরে উঠে আসে আরও এক গল্প। ওয়েব সিরিজের সত্যবতী বলেন, ' যখব ব্যোমকেশ ঘোষণা হয়েছে ও সত্যবতী কে হবে সেটা নিয়ে কথাবার্তা চলছে, আমি খালি ভাবছিলাম, রুক্মিণী নয় কেন! ওদের দুজনকে অফস্ক্রিন আর অনস্ক্রিন এত ভাল লাগে দেখতে, তাহলে রুক্মিণী সত্যবতী হলে তো দারুণ দেখাবে। আর দেখুন, পর্দায় কী সুন্দর দেখাচ্ছে দুজনকে।'


দেব মাইক হাতে নিয়ে সোহিনীর কথায় সায় দিয়ে বললেন, 'এই কথাটা কিন্তু সত্যি। আমাদের টিম ছাড়া, সোহিনীই প্রথম যে আমায় বলেছিল, রুক্মিণীকে সত্যবতী হিসেবে কেন ভাবছ না? ওর কথা আমায় সত্যিই ভাবিয়েছিল।' আজ অনির্বাণের কাছে প্রশ্ন রাখা হয়, তিনি ছবি পরিচালনা করলে দেবকে কাস্ট করবেন কি না? অনির্বাণ তার উত্তরে বলেন, 'আমি পরিচালনা করব বলে তো ইন্ডাস্ট্রিতে আসিনি। ফলে হঠাৎ করে কেউ পরিচালনার কথা বললে বিপদেই পড়ি। দেবকে নিয়ে ছবি করার কোনও সম্ভাবনা তৈরি হলে অবশ্যই করব, তবে দেবকেও প্রশ্ন করতে হবে।'


আজ মুক্তি পাওয়া ট্রেলারে যেমন তুলে ধরার চেষ্টা করে হয়েছে একটি সময়কালকে, তেমনই নজর কেড়েছে লোকেসনও। অন্যদিকে, ট্রেলারের শেষের ঝলকে শিবের বেশে দেবকে দেখেও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মতামত এসেছে। ট্রোলিং থাকলেও, দেবের ব্যোমকেশের ঝলক দেখে অনুরাগীদের বার্তা, 'খেলা হবে'। 


 






তবে ছবি কতটা সাফল্য পাবে সেই উত্তর দেবে সময়। 


আরও পড়ুন: Dev- Anirban-Srijit: ব্যোমকেশের ট্রেলার মুক্তিতে আরেক ব্যোমকেশ! অনির্বাণ-সৃজিতকে আলিঙ্গন করে দেব বললেন, 'দ্বন্দ্ব নয়, আমরা পরিবার'