কলকাতা: এবার ব্যোমকেশের ভূমিকায় দেখা যাবে দেবকে। সেই খবর আগেই জানিয়েছিলেন অভিনেতা। তবে পরিচালকের নাম প্রকাশ্যে আসেনি তখনও। ইতিমধ্যেই বড়পর্দায় ব্যোমকেশ পরিচালনা করেছেন অরিন্দম শীল (Arindam Sil), অঞ্জন দত্তের (Anjan Dutt) মতো পরিচালকেরা। এবার নতুন ব্যোমকেশের হাত ধরছেন তিনি, ব্যোমকেশ ফ্র্যাঞ্চাইজিতে তিনিও প্রথম পা রাখছেন। বিরসা দাশগুপ্ত (Birsha Dashgupta)।
আজ সোশ্যাল মিডিয়ায় বিরসা জানান, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারর্স -এর পরিচালনায় নতুন ব্যোমকেশ পরিচালনা করছেন তিনি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'দূর্গ-রহস্য' অবলম্বনে তৈরি হবে ছবির গল্প। ইন্ডাস্ট্রিতে নিজের ১৭ বছর পূর্তির দিন নতুন এই খবর জানিয়েছিলেন দেব।
আরও পড়ুন: Jafar Panahi: রায় সত্ত্বেও জেলবন্দি ইরানের বরেণ্য পরিচালক, প্রতিবাদে অনশন শুরু জাফর পানাহির
দেব সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে লিখেছিলেন, '১৭ বছর এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেললাম। অভিনেতা হিসেবে আমার নতুন কাজের কথা জানাচ্ছি। ব্যোমকেশ 'দুর্গ রহস্য'। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস্ ও শ্যাডো ফিল্মসের সম্মিলিত প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। অন্যান্য চরিত্র সম্পর্কে আরও জানার জন্য চোখ রাখুন।'
আজ সোশ্যাল মিডিয়ায় পরিচালকের কথা জানা গেলেও ছবির বাকি কাস্টের নাম এখনও প্রকাশ্য়ে আসেনি। দেব ব্যোমকেশ হচ্ছেন এই খবর জানার পরেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু হয়েছিল সত্যবতীর চরিত্র নিয়ে। তবে কী ব্যোমকেশের চরিত্রে দেখা যাবে রুক্মিণী মৈত্র ( (Rukmini Maitra)-কে? সেই উত্তর অবশ্য এখনও অজানা।