কলকাতা: নতুন বছরে জোড়া নতুন ছবির ঘোষণা দেবের। ১লা জানুয়ারি দেব ঘোষণা করেছিলেন তাঁর নতুন ছবি 'রঘু ডাকাত'। এই ছবির ঘোষণা হয়েছে আগেই। তবে দীর্ঘ টালবাহানায় বন্ধ ছিল এই ছবির শ্যুটিং। অবশেষে নতুন বছরে শুরু হচ্ছে এই সিনেমার শ্যুটিং। পরিচালনায় ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhruba Banerjee)। প্রযোজনায় এসভিফ (SVF)। 'গোলন্দাজ'-এর পরে ফের এসভিএফের প্রযোজনায় কাজ করবেন দেব। আর তারপরেই আরও একটি ছবির ঘোষণা। অতনু-অভিজিৎ-এর পরিচালনায় আসতে চলেছে 'প্রজাপতি ২' (Projapoti 2)। 


সদ্যই এই সিনেমার ঘোষণা করেছেন দেব। সোশ্যাল মিডিয়ায় অতনু রায়চৌধুরী, ও অভিজিৎ সেনের সঙ্গে একটি ছবি পোস্ট করে নিয়েছেন দেব। এবার শীতে যে অতনু অভিজিৎ জুটির সঙ্গে দেবের ছবি আসছিল, তার ঘোষণা হয়েছিল আগেই। তবে সেই সময়ে শোনা গিয়েছিল, ছবির নাম হতে চলেছে 'প্রতীক্ষা'। তবে দেব-এর ঘোষণার সঙ্গে সঙ্গেই জানা গেল, 'প্রতীক্ষা' নয়, এই ছবির নাম হতে চলেছে 'প্রজাপতি ২'। প্রথম ছবি 'প্রজাপতি'-র ই সিক্যুয়াল এটি। এই ছবিতে দেখা যেতে পারে মিঠুন চক্রবর্তী ও মমতা শঙ্করকে। 


দেব-এর 'প্রজাপতি' বক্সঅফিসে ভালই সাড়া ফেলেছিল। এই ছবিতে শ্বেতা ভট্টাচার্য্যের সঙ্গে জুটি বেঁধেছিলেন দেব। তবে এই অধ্যায়ে শ্বেতা থাকবেন কি না তা নিয়ে জল্পনা রয়েছে। সঙ্গে শোনা যাচ্ছে তাসনিয়া ফারিনের নামও। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কবে থেকে এই ছবির শ্যুটিং শুরু হবে তাও এখনও চূড়ান্ত হয়নি। তবে যেহেতু এই ছবিটির মুক্তি শীতে হওয়ার কথা, মনে করা হচ্ছে খুব তাড়াতাড়িই এই ছবির শ্যুটিং শুরু হবে। 


দেব অতনু ও অভিজিৎ-এর জুটি ইন্ডাস্ট্রিকে একাধিক হিট ছবি দিয়েছে। এর আগে এই ত্রয়ীর জুটিই বক্সঅফিসে এনেছিল 'টনিক' ছবিটি। মনে করা হচ্ছে, এবারেও সেই ফ্যামিলি ড্রামা দিয়েই বাজিমাৎ করতে চলেছেন অতনু ও অভিজিৎ।


 






আরও পড়ুন: Arun Roy Demise: ক্যানসারের কাছে হার মানল জীবন, প্রয়াত দেবের 'বাঘাযতীন'-এর পরিচালক অরুণ রায়


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।