কলকাতা: পুজোর আগে নতুন চমক। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে মুক্তি পাচ্ছে পুজোর গান 'দুগ্গা মাঈকী জয়'। আজ অর্থাৎ ২ অক্টোবর নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঘোষণা করল 'দেব মিউজিক'। যদিও এখনও মুক্তির দিন ঘোষণা করা হয়নি। 


প্রযোজনা সংস্থার তরফে তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করা হয়েছে গানের একটি পোস্টারও। দু'টো ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা, 'পুজো মানেই আনন্দ, পুজো মানেই নাচ - গান - হইচই...এবারের পুজোর ডান্স অ্যান্থেম "দুগ্গা মাঈকী জয়" আসছে খুব শীঘ্রই, তৈরি থাকুন।'


 






গানের প্রথম পোস্টারে দেখা মিলেছে অভিনেতা বিশ্বনাথ বসু, ধ্রুব সরকার ও অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের। প্রযোজনা সংস্থার তরফে খবর, একে একে প্রকাশিত হবে গানের অন্যান্য কলাকুশলীদের পোস্টার। দেখা মিলবে অভিনেতা কাঞ্চন মল্লিক, রাহুল মজুমদার থেকে শুরু করে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের। 


গানটি গেয়েছেন জিষ্ণু ও নীলাঞ্জনা দে। নৃত্য পরিচালনায় রাহুল। ছবি আর ক্যাপশনেই স্পষ্ট যে কোনও উৎসবের মূল বিষয়বস্তু, সকলের সঙ্গে একসঙ্গে বেঁধে বেঁধে থাকা, সেই বার্তাই ফুটে উঠতে চলেছে এই গানে। আর তা ফুটিয়ে তুলতেই নাচ-গান। নাচে-গানে ধরা পড়বে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের হুল্লোড়ের আমেজও। প্রযোজনা সংস্থার দাবি, পুজোর এমন গান আগে বাংলা বিনোদন জগতে তৈরি হয়নি। তাঁদের আশা এবারের পুজোয় সাধারণ মানুষকে মাতিয়ে রাখবে 'দুগ্গা মাঈকী জয়'।