কলকাতা: একজন 'ইন্ডাস্ট্রি' আর অন্যজন টলিউডের প্রথম সারির নায়ক। একই ছবিতে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় যে ছবিতে, সেই ছবি নিয়ে যে দর্শকদের আগ্রহ থাকবে তাই তো স্বাভাবিক। 'জুলফিকর' থেকে শুরু করে 'কাছের মানুষ' কতটা বদলাল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও দেব (Dev)-এর সমীকরণ? এবিপি লাইভকে (ABP Live) সেই গল্পই শোনালেন দেব।
ছবির সিংহভাগ অংশেই একসঙ্গে পর্দাভাগ করেছেন দেব আর প্রসেনজিৎ। এর আগে 'জুলফিকর'-এ একসঙ্গে কাজ করছিলেন দুই নায়ক। ২০১৬ থেকে ২০২২, বুম্বাদার সঙ্গে কাজ করায় কতটা পার্থক্য? দেব বলছেন, 'দুটো ছবিতে কাজের মধ্যেই বিস্তর ফারাক। জুলফিকরে আমি কেবল একজন অভিনেতা ছিলাম। আমার সংলাপ ছিল না, বুম্বাদার সঙ্গে খুব বেশি দৃশ্যই ছিল না। তবে 'কাছের মানুষ'-এ আমি প্রযোজক, অভিনেতাও। আমার কাছে যখন ছবির চিত্রনাট্যটা আসে, আমার মনে হয়েছিল, এই চরিত্রটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়া আর কেউ করতে পারবেন না। যদি বুম্বাদা রাজি না হতেন, তাহলে হয়তো 'কাছের মানুষ' ছবিটাই তৈরি হত না। এর আগে জুলফিকর আর ককপিট, এই দুই ছবিতেই বুম্বাদার সঙ্গে কাজ করেছি। কিন্তু এই ছবির ক্ষেত্রে আমায় দুটো চরিত্রকেই প্রমাণ করার জায়গা দিতে হবে। আমি তো আরেকটা জুলফিকর বানাতে পারব না। কিন্তু যখন ট্রেলার, গান মুক্তি পেল, মানুষ যখন দুজনকে বললেন ভালো লাগছে একসঙ্গে দেখে, তখন মনে হয়, আমার ভাবনাটা সার্থক হয়েছে।'
আরও পড়ুন: Kacher Manush Exclusive: হাতে মাত্র ৪ ঘন্টা, ৫০ হাজার লোক সরিয়ে কীভাবে হবে শ্যুটিং! গল্পে দেব-ইশা
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয়, কতটা প্রস্তুতি নিতে হয়েছিল দেবকে? প্রশ্ন শেষ না হতেই দেব বললেন, 'আসলে এই ছবিতে বুম্বাদা আর আমিই হিরো হিরোইন। বুম্বাদা হিরো.. আর আমি হিরোইন'। ইশা পাশ থেকে খুনসুটি করে যোগ করলেন, 'আমরা সবাই কিন্তু পার্শ্বচরিত্র'।
ইশার কথায় হেসে ফেললেন দেব, তারপর বললেন, 'বুম্বাদা কিছুটা আমারই মতো। এমন অনেক প্রযোজনা সংস্থা রয়েছে যাঁরা কোনও বড় প্রোজেক্ট হলে আমায় ফোন করেন, তাঁদের হয়তো মনে হয়, এই ছেলেটা খাটতে পারে। বুম্বাদাকে দেখলে বোঝা যায় কেন একটা মানুষ এত বছর ইন্ডাস্ট্রির এমন একটা সেরা জায়গায় বসে রয়েছেন। কাজের প্রতি ওনার খিদে তো রয়েছেই, তাঁর সঙ্গে রয়েছে প্রযোজক যে টাকাটা ছবি তৈরির পিছনে খরচ করে, সেটার জন্য সম্মান। এই বোধটা অনেক অভিনেতা অভিনেত্রীদের মধ্যেই থাকে না। বুম্বাদা আর আমি যে খুব ভালো বন্ধু তা বলব না, কিন্তু আমরা একে অপরকে সম্মান করি।'