কলকাতা: একটি পোস্টই ছিল হইচই ফেলে দেওয়ার পক্ষে যথেষ্ট! সোমবার একটি সোশ্যাল মিডিয়ায় একটি বিয়ের কার্ড পোস্ট করেন দেব। তারপর থেকেই আকাশ-কুসুম জল্পনা করতে শুরু করেন দেব-অনুরাগীরা। দেব-রুক্মিণীর বিয়ে যে শুধু সময়ের অপেক্ষা – এমনটাও রটে যায় টলিপাড়ায়।


অবেশেষে জল্পনার অবসান ঘটান দেব নিজেই। মঙ্গলবারই ইনস্টাগ্রামে আরেকটি পোস্ট করেন দেব। জানান তাঁর কাকার বিয়ে। আগামী ৮ মে। বিয়ের নিমন্ত্রণ পত্রের পাশে শকুন্তলা বড়ুয়া ও পরাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি। দেব লিখেছেন,
আমার কাকার শুভ বিবাহ অনুষ্ঠিত হবে আগামী মে মাসে , সেই উপলক্ষে আমার পক্ষ থেকে আপনাদের সকলের সপরিবারে আমন্ত্রণ রইলো, আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ যেন সবসময় থাকে আমার কাকা এবং কাকিমার সাথে। ইতি
টনিক


বোঝাই যাচ্ছে, কোনও ছবির প্রচারের জন্যই এই পোস্ট। সূত্রের খবর, 'টনিক' বলে একটি ছবির প্রমোশনের জন্যই এই পোস্টটি করেছেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা।