নয়ডা: ছবির সেট কিংবা রাজনীতির ময়দান নয়। অভিনেতা দেবকে পাওয়া গেল সম্পূর্ণ অন্য মুডে। রীতিমতো ড্রয়িং ক্লাসে ব্যস্ত তিনি। কার তত্ত্বাবধানে? দেবের আঁকার ক্লাস নিচ্ছে একটি ছোট্ট মেয়ে। নাম আমায়রা। দেখুন সেই ভিডিও।

কে এই আমায়রা? বান্ধবী রুক্ষ্মিণীর দাদার মেয়ে এই মিষ্টি মেয়েটি। তারই সঙ্গে প্যাস্টেল কালার দিয়ে রং করতে ব্যস্ত দেব।
প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবারই সংসদে শপথ নিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব।