নয়াদিল্লি: লোকসভায় কংগ্রেসের দলনেতা হচ্ছেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। রাহুল গাঁধী ওই পদ গ্রহণে রাজি না হওয়ায় অধীরকেই লোকসভায় দলনেতা বেছে নিল কংগ্রেস। বেশ কিছুদিন বকেয়া থাকার পর আজ সকালে দলের রণকৌশল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে হাজির ছিলেন রাহুল ও ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী। এরপরই অধীরকে দলনেতা হিসেবে উল্লেখ করে লোকসভায় কংগ্রেসের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে বলে খবর। দলনেতা হিসেবে লোকসভার বিভিন্ন নির্বাচন কমিটিতে অধীর কংগ্রেসের প্রতিনিধিত্ব করবেন।
গত লোকসভায় কংগ্রেসের দলনেতা ছিলেন মল্লিকার্জুন খাড়্গে। কিন্তু এবারের ভোটে তিনি হেরে গিয়েছেন। এবার রাহুল গাঁধীকেই ওই পদে চেয়েছিল কংগ্রেস। কিন্তু লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির পর রাহুল কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেন। দল সেই ইস্তফা গ্রহণ না করলেও নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন তিনি। এজন্য তা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে অচলাবস্থা চলছে।
গতকাল লোকসভার অধিবেশন শুরু হয়েছে। এদিন কংগ্রেস দলনেতা পদে পাঁচবারের সাংসদ অধীরকে হিসেবে বিকল্প বেছে নিল।


লোকসভায় সনিয়া গাঁধীর পাশেই বসার আসন পেয়েছেন অধীর। এই পদের জন্য মণীশ তিওয়ারি ও কে সুরেশের নাম নিয়ে  জল্পনা ছিল।