কলকাতা: দিল্লি হিংসায় মৃতের সংখ্যা আরও বাড়ল। গতকাল পর্যন্ত মৃত্যু হয়েছিল ৩৮ জনের। শুক্রবার আরও একজন দিল্লি হিংসার বলি হলেন। প্রাণহানি আরও বাড়বে বলেই আশঙ্কা। সিএএ সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের কারণেই এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরপূর্ব দিল্লির একাধিক জায়গা এখন কার্যত শ্মশানে পরিণত হয়েছে। এই পরিস্থিতি নিয়ে শুধু রাজনৈতিক দলগুলোই নয় সরব হয়েছে ক্রীড়া ও বিনোদন দুনিয়াও। বলিউডের একাংশ চুপ থাকলেও জাভেদ আখতার, স্বরা ভাস্কর, সোনম কপূর, বিশাল দাদলানির মতো বহু তারকাই মুখ খুলেছেন। প্রতিবাদে কণ্ঠ মেলাতে কুণ্ঠা বোধ করেনি টলিপাড়াও। মিমি চক্রবর্তী, নুসরত জাহান, দেব, পরমব্রত চট্টোপাধ্যায়, অপর্ণা সেনের মতো প্রথম সারির তারকারা দিল্লি হিংসা নিয়ে সোচ্চার হয়েছেন। সরব হয়েছেন সৃজিত মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়ের মতো পরিচালকরা।


আরও পড়ুন: ‘আরো হাতে হাত রেখে, বেঁধে বেঁধে থাকা’, হিংসার আগুনেই ফুটল সম্প্রীতির ফুল


মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি হিংসা নিয়ে কবিতা লিখেছেন। তাঁর 'নরক' কবিতা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। তাঁরই দেখানো পথে হাঁটলেন তিন তৃণমূল সাংসদ মিমি, নুসরত, দেব।



ট্যুইটে মিমি -





দেবের ট্যুইট, “আমার মনে হয় না দিল্লি জ্বলছে। পঙ্গু হয়েছে মানবতা। ঈশ্বর এমনটা চান না। এখনই এসব বন্ধ হওয়া উচিত। তা নাহলে দেশ হারবে। আমরা ব্যর্থ হব।”





ট্যুইটেই নিজেদের মত ব্যক্ত করেছেন পরমব্রত, নুসরত, সৃজিতও। দীর্ঘ ফেসবুক পোস্টে দিল্লি হিংসার তীব্র নিন্দা করেছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়।