কলকাতা: গোটা কলকাতার বিভিন্ন জায়গা ঘুরে ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে নতুন ছবি 'প্রজাপতি' (Projoapoti)-র শ্যুটিং। আর এবার বারাণসী (Benarash)-এ পাড়ি দেবে দেব (Dev), মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharyya) সহ গোটা টিম। 


আজ সোশ্যাল মিডিয়ায় নিজের বাবা-মায়ের সঙ্গে বাড়িতে মিঠুন চক্রবর্তীর একটি ছবি শেয়ার করে নিয়েছেন দেব। বর্তমানে টালমাটাল রাজ্য-রাজনীতি। পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)-র গ্রেফতারি নিয়ে তোলপাড় একে অপরকে ক্রমাগত বিঁধছে সরকার ও বিরোধীরা। বিজেপির হয়ে সরব হয়েছেন মিঠুন চক্রবর্তী নিজেও। কিন্তু বিনোদনের দুনিয়ায় কোনও রঙ নেই, দল নেই।


আরও পড়ুন: Subha Bijoya: বনি-কৌশানির নতুন ছবির শ্যুটিং শুরু, সঙ্গে কৌশিক-চূর্ণীও


শ্যুটিং ফ্লোরে সবটাই রঙহীন। কেবলমাত্র বিনোদনের জন্য একসঙ্গে পর্দায় আসছেন দেব ও মিঠুন। প্রসঙ্গত, গত বছরের শেষের দিক থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়েই চলেছেন টলিউড অভিনেতা দেব। গতবছর তাঁর জন্মদিনের আগেই মুক্তি পায় 'টনিক'। যে ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন মাতিয়ে রাখে বাংলা ছবির দর্শকদের। ছবিটি শুধুমাত্র প্রশংসিতই হয়নি, তার সঙ্গে বক্স অফিসেও সাফল্য পেয়েছে। করোনা পরিস্থিতির পর সিনেমা হল খোলায় সংক্রমণের আশঙ্কায় দর্শক কতটা সিনেমা হলে আসবেন, তা নিয়ে একটা সংশয় দেখা গিয়েছিল। সিনেমা হলে দর্শক ফেরাতে সমর্থ হয় 'টনিক'। চলতি বছর মুক্তি পায় তাঁর ছবি 'কিশমিশ'। এই ছবিটিও বক্স অফিসে যেমন সাফল্য পেয়েছে, তেমনই প্রশংসিতও হয়েছে। এখন দেখার মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেবের জুটি দর্শককে কতটা মাতিয়ে রাখতে পারে।