কলকাতা: বিতর্ক.. সমালোচনা একদিকে, অন্যদিকে প্রশংসা। ব্যোমকেশ দেবের কাছে বেশ বড় চ্যালেঞ্জ ছিল। তবে টিজার প্রকাশ্যে আসার পরে নেটদুনিয়ায় অনেকেই প্রশংসা করেছেন দেবের। অন্যদিকে, ব্যোমকেশ ও দুর্গরহস্য যেমন বড়পর্দায় আনছেন বিরসা দাশগুপ্ত, একইসঙ্গে এই ছবি ওয়েব প্ল্যাটফর্মেও আনছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। শ্যুটিংয়ের অভিজ্ঞতা থেকে শুরু করে ইন্ডাস্ট্রি নিয়ে মতামত, অকপট দেব।
এই ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই চূড়ান্ত ট্রোলিংয়ের শিকার হতে হয়েছিল দেবকে। এই বিষয় নিয়ে দেব বলছেন, 'আমার তো সমালোচনা বেশ ভাল লাগে। আমায় এটা অনুপ্রেরণা দেয়, কাজ করার ইচ্ছা বাড়িয়ে দেয়। সমালোচনা আমায় রাতে ঘুমাতে দেয় না। মনে হয়, আরও পরিশ্রম করা বাকি। টিজার যদি মানুষের একটুও ভাল লেগে থাকে, তাহলে সমস্ত কৃতিত্ব আমি তাঁদের দিতে চাই, যাঁরা বলেছিলেন দেবকে ব্যোমকেশ হিসেবে এক্কেবারে মানাবে না। ওঁরাই আমায় অনুপ্রেরণা দিয়েছে। আমার মনে হয়, জীবনে সব যদি সহজ হয়, তাহলে জীবনটা সহজ হয় না। আমি সমালোচনা ভালবাসি, সমালোচনা থেকে শিক্ষা নিতে ভালবাসি। আমি কঠিন পরিশ্রম করি। দেবকে ব্যোমকেশ মানাবে না এটা না শুনলে আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না।'
এই একই গল্প নিয়ে ওয়েব সিরিজ তৈরি করছেন সৃজিত মুখোপাধ্যায়। দেবের সঙ্গে দ্বৈরথ নাকি বন্ধুত্ব? দেব বলছেন, 'ব্যোমকেশ ও দুর্গরহস্যর প্রথম ঝলকটা দেখে ওঁর বেশ ভাল লেগেছিল। দিনের শেষে সৃজিত একজন দারুণ পরিচালক। এটা নিয়ে কোনও সন্দেহ নেই। আমি জানি, উনি যে ওয়েব সিরিজটা বানাচ্ছেন সেটাও খুব ভাল হবে হয়তো আমার ব্যোমকেশের থেকেও ভাল হবে। যেদিন টিজার মুক্তি পাবে তার আগে সৃজিতের সঙ্গে আমার ফোনে কথাও হয়েছিল। ঠিক হয়েছিল, আমি আগে টিজারটা প্রকাশ করব তারপর ওঁরা টিজার প্রকাশ করবেন। আসলে ইন্ডাস্ট্রিটা তো ভীষণ ছোট্ট। আমরাই তো মেন স্টেক হোল্ডার্স্ট। আমরা যদি নিজেদের মধ্যে লড়াই করি, ক্ষতি সেই ইন্ডাস্ট্রিরই। আমার সঙ্গেই 'চিনি ২' ছবিটা মুক্তি পাচ্ছে। ওই ছবিটা চললেও আমার লাভ আবার আমি ছবি চললেও 'চিনি ২'-এর লাভ। দর্শক হলমুখী হচ্ছেন এটাই তো বড় কথা।'
ব্যোমকেশে অভিনয় করার সময়, দেবের প্রথম শর্ত ছিল, এই ব্যোমকেশ ধূমপান করবে না। কেন? দেব বলছেন, 'ব্যোমকেশের স্টাইল স্টেটমেন্ট ধূমপান। কিন্তু রুক্মিণী যদি অন্তঃসত্ত্বা হয়, তাহলে সে ব্যোমকেশ হোক বা অজিত, তাদের সিগারেট ছোঁয়াও উচিত নয়। আমরাই তো সমাজকে তুলে ধরি। এই কারণে শুধু টিজারে কেন, গোটা ছবিতেই সিগারেট খাওয়ার কোনও দৃশ্য নেই। সমাজের কাছে এই বার্তাই দিতে চেয়েছিলামযে বাড়িতে কেউ অন্তঃসত্ত্বা থাকলে, ধূমপান তাদের জন্য মারাত্মক। আমায় যদি ব্যোমকেশ হতেই হয় তাহলে সেই ব্যোমকেশ হবে সিগারেট ছাড়া। এটাই ছিল আমার চ্যালেঞ্জ।'
আরও পড়ুন: Dev on Byomkesh: টিজার মুক্তিতে ব্যোমকেশের প্রশংসা নেটদুনিয়ায়, 'সমালোচনাও গুরুত্বপূর্ণ', বলছেন দেব