মুম্বই: হাংঝাউ এশিয়ান গেমসে (Asian Games) তিনি ভারতীয় দলকে (Team India) নেতৃত্ব দেবেন। ওয়ান ডে বিশ্বকাপের জন্য রোহিত শর্মা-বিরাট কোহলিদের মতো সিনিয়র ক্রিকরেটারদের পাওয়া যাবে না। তাই এক ঝাঁক তরুণ ক্রিকেটারদের নিয়ে দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে ভারত। যে দলের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে রুতুরাজ গায়কোয়াড়কে।


দায়িত্ব পেয়ে উত্তেজনায় ফুটছেন রুতুরাজ। জানিয়ে দিয়েছেন, ভারতকে সোনা জিতিয়ে পোডিয়ামে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়া তাঁর স্বপ্ন। ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে রুতুরাজ বলেছেন, 'আমার স্বপ্ন হল সোনা জেতা, পোডিয়ামে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়া।'


২৬ বছরের ক্রিকেটার আপাতত রয়েছেন ওয়েস্ট ইন্ডিজে। টেস্ট দলের পাশাপাশি ভারতের সীমিত ওভারের সিরিজের দলেও রয়েছেন তিনি। এশিয়ান গেমস নিয়ে রুতুরাজ বলেছেন, 'এটা আমাদের কাছে বিরাট এক সুযোগ। আমরা এমন ক্রিকেট খেলব যে, দেশের সকলে গর্বিত হবেন। এশিয়ান গেমসে দেশের প্রতিনিধিত্ব করতে পারাটা এবং পদক জেতা আমাদের কাছে বিরাট এক অনুপ্রেরণা হতে যাচ্ছে।' যোগ করেছেন, 'ছোট থেকে টিভিতে এটা দেখে বড় হয়েছি যে, অ্যাথলিটরা দেশের হয়ে পদক জিতছেন। সেই সুযোগ এবার আমরা পাচ্ছি, এটা দারুণ একটা মুহূর্ত।'


 




নির্বাচিত ভারতীয় দলরুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠি, তিলক বর্মা, রিঙ্কু সিংহ, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আমেদ, রবি বিষ্ণোই, আবেশ খান, অর্শদীপ সিংহ, মুকেশ কুমার, শিবম মাভি, শিবম দুবে, প্রভশিমরন সিংহ (উইকেটকিপার)।


স্ট্যান্ড বাই: যশ ঠাকুর, সাই কিশোর, বেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, সাই সুদর্শন।


২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমসে ক্রিকেটের লড়াই। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। টি-টোয়েন্টি ফর্ম্যাটে হবে ক্রিকেটের দ্বৈরথ।


ভারতের নির্বাচিত মহিলা ক্রিকেট দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), শেফালি বর্মা, জেমাইমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), আমনজ্যোৎ কৌর, দেবিকা বৈদ্য, অঞ্জলি শর্বানী, তিতাস সাধু, রাজেশ্বরী গায়কোয়াড়, মিন্নু মানি, কণিকা আহুজা, উমা ছেত্রী (উইকেটকিপার) ও অনুষা বারেড্ডি।


মহিলাদের টুর্নামেন্টটিও হবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে। ১৯-২৮ সেপ্টেম্বর হবে মহিলাদের টুর্নামেন্ট। যে প্রতিযোগিতায় জাতীয় দলে ফেরানো হয়েছে বাংলার রিচা ঘোষকে। বাংলাদেশ সফরে দল থেকে বাদ দেওয়া হয়েছিল শিলিগুড়ির উইকেটকিপারকে। ফেরানো হল এশিয়ান গেমসে।


বিশ্বকাপের জন্য ভারতের প্রথম সারির পুরুষ ক্রিকেটারেরা ব্যস্ত থাকবেন বলে আগেই ঠিক হয়েছিল যে, বিশ্বকাপের দলে যাঁরা থাকবেন না, তাঁদের নিয়ে এশিয়ান গেমসে অভিযানের নকশা সাজানো হবে। সেই পথেই এগল বিসিসিআই।


আরও পড়ুন: বছর শেষে দক্ষিণ আফ্রিকার মাটিতে পরীক্ষা টিম ইন্ডিয়ার, প্রকাশিত হল পূর্ণাঙ্গ সূচি


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial