কলকাতা: ছবির শ্যুটিং করতে গিয়ে চোট পেয়েছেন অভিনেতা ভিকি কৌশল। 'ছভা' ছবির শ্যুটিং চলছিল আর সেই ছবিতে অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত হন অভিনেতা। বলিউডের দুনিয়ায় ইতিমধ্যেই নিজের অভিনয়গুণে সাড়া ফেলেছেন অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal Injury)। এর আগে লক্ষণ উতেকরের পরিচালনায় 'জরা হটকে জরা বাঁচকে' ছবিতে অভিনয় করেছিলেন ভিকি, এবার ফের লক্ষণের সঙ্গেই কাজ করছেন 'ছভা' ছবিতে। অন্যদিকে, এর আগে তাঁর পোস্ট নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর আজ.. ফের সংসদে ভাষণ দেওয়ার সময় দেব উল্লেখ করলেন, 'আজ সংসদে আমার শেষ দিন'। এই কথায় যেন ফের একবার প্রশ্ন তোলা হচ্ছে... দেব আদৌ আগামী নির্বাচনে লড়বেন তো? শোনা যাচ্ছে... আর্থিক দুর্নীতির অভিযোগের কারণেই নাকি সরকারি ৩টি পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব। বুধবার, অর্থাৎ গতকাল একটি ভাইরাল অডিও ক্লিপ প্রকাশ্যে আসতে ফের চর্চায় এসেছে এই আর্থিক দুর্নীতির বিষয়টা। শঙ্কর দলুই একটি ফোনকলে দেবের নাম বলেছেন। আর আজ.. সংসদে যাবতীয় বিতর্কের সোজাসাপ্টা উত্তর দিলেন অভিনেতা সাংসদ দেব (Dev)। আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নিন বিনোদনের সারাদিন।


ছবির শ্যুটিংয়ে আহত ভিকি কৌশল, এখন কেমন অভিনেতা?


ছবির শ্যুটিং করতে গিয়ে চোট পেয়েছেন অভিনেতা ভিকি কৌশল। 'ছভা' ছবির শ্যুটিং চলছিল আর সেই ছবিতে অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত হন অভিনেতা। বলিউডের দুনিয়ায় ইতিমধ্যেই নিজের অভিনয়গুণে সাড়া ফেলেছেন অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal Injury)। এর আগে লক্ষণ উতেকরের পরিচালনায় 'জরা হটকে জরা বাঁচকে' ছবিতে অভিনয় করেছিলেন ভিকি, এবার ফের লক্ষণের সঙ্গেই কাজ করছেন 'ছভা' ছবিতে। সূত্রের খবর, 'ছভা'তে একটি স্টান্ট দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে চোট পান অভিনেতা ভিকি কৌশল। সমাজমাধ্যমে কিছু ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে যেখানে ভিকির (Vicky Kaushal Injury) বাঁ-হাতে প্লাস্টার বাঁধা অবস্থায় গাড়ি থেকে বেরোতে দেখা যায়। আর সেই গাড়িতেই তিনি বাড়ির দিকে যাচ্ছিলেন। জানা গিয়েছে, অভিনেতা ভিকি কৌশল এখন কিছুদিন বিশ্রাম নেবেন এবং হাতের যত্ন নেবেন কয়েক সপ্তাহ। তারপর আবার শ্যুটিং সেটে ফিরবেন তিনি। এই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনুরাগীরা দুশ্চিন্তা প্রকাশ করেছেন, অনেকেই সমবেদনা জানিয়ে মনোবল জুগিয়েছেন। কেউ কেউ লিখেছেন, 'কীভাবে হাত ভেঙে গেল আপনার ?' জনৈক অনুরাগী আবার সমবেদনা জানিয়ে লেখেন, 'আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা করি'।


দক্ষিণের ইন্ডাস্ট্রি, বলিউডের সঙ্গে জোর টক্কর, বিক্রম নতুন রেকর্ড তৈরি করতে পারলেন?


বলিউড ও দক্ষিণী তারকাদের সঙ্গে বাংলা ফিল্ম ইন্ডাস্টির বক্স অফিসে লড়াই অনেক দিনেরই। ছবির বিষয়বস্তু থেকে শুরু করে কাস্টিং.. দক্ষিণী ইন্ডাস্ট্রি বারে বারেই নজর কেড়েছে। পিছিয়ে নেই বলিউডও। 'জওয়ান' (Jawan), 'পাঠান' (Pathaan) বা 'গদর ২' (Gadar 2)-এর মতো ছবি বক্সঅফিসে ছাপ ফেলেছে। আর ছবির সাফল্যর সঙ্গে সবসময়েই জড়িয়ে থেকেছে অনুরাগীদের উন্মাদনা। দক্ষিণ থেকে শুরু করে বলিউড... অনুরাগীদের বিশাল কাট আউট নিয়ে অলিখিত প্রতিযোগিতা রয়েছেই। এবার সেই তালিকায় নাম লেখাল বাংলা ইন্ডাস্ট্রিও! শহরের একটি শপিং মলের সামনে, 'পারিয়া'-র প্রচারে তৈরি করা হয়েছিল এই ছবির নায়কের একটি কাটআউট। বুধবার উন্মোচিত হয় বিক্রম চট্টোপাধ্যায়ের ১১০ ফুটের একটি কাটআউট। এই ছবিটিই ব্যবহার হয়েছিল 'পারিয়া'-র পোস্টারে। টলিউডে এখনও পর্যন্ত এত বড় কাটআউট আর কোনও নায়কের নেই বলেই দাবি নির্মাতাদের। তবে কাউআউটের উচ্চতার লড়াই এই নতুন নয়। এর আগে গোটা ভারতে বেশ কিছু নায়কদের বিশাল কাটআউটের রেকর্ড রয়েছে। 


'টাকা নিয়েছি প্রমাণ করতে পারলে রাজনীতি কেন, ইন্ডাস্ট্রি ছেড়ে দেব', অডিও ক্লিপ বিতর্কে বিস্ফোরক দেব


এর আগে তাঁর পোস্ট নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর আজ.. ফের সংসদে ভাষণ দেওয়ার সময় দেব উল্লেখ করলেন, 'আজ সংসদে আমার শেষ দিন'। এই কথায় যেন ফের একবার প্রশ্ন তোলা হচ্ছে... দেব আদৌ আগামী নির্বাচনে লড়বেন তো? শোনা যাচ্ছে... আর্থিক দুর্নীতির অভিযোগের কারণেই নাকি সরকারি ৩টি পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব। বুধবার, অর্থাৎ গতকাল একটি ভাইরাল অডিও ক্লিপ প্রকাশ্যে আসতে ফের চর্চায় এসেছে এই আর্থিক দুর্নীতির বিষয়টা। শঙ্কর দলুই একটি ফোনকলে দেবের নাম বলেছেন। আর আজ.. সংসদে যাবতীয় বিতর্কের সোজাসাপ্টা উত্তর দিলেন অভিনেতা সাংসদ দেব (Dev)। আজ সংসদে, এবিপি আনন্দের পক্ষ থেকে দেবকে এই ভাইরাল অডিও ক্লিপ নিয়ে প্রশ্ন করা হলে দেব বলেন, 'কেউ যদি প্রমাণ করতে পারে, আমি টাকা নিয়েছি, শুধু রাজনীতি নয়, ইন্ডাস্ট্রি ছেড়ে দেব। কিন্তু যাঁরা আমার বিরুদ্ধে অভিযোগ করছেন, প্রমাণ না করতে পারলে, তাঁরা কি রাজনীতি ছেড়ে দেবেন?' কাটমানি অভিযোগ নিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দেব। সেইসঙ্গে তিনি আরও বলেন, 'আমি রাজনীতি ছেড়ে দেব, কিন্তু আমার মনে হয় না, কোনও দলে যোগ দিতে পারব', জল্পনা উস্কে দিয়ে মন্তব্য ঘাটালের তৃণমূল সাংসদের। 


পাঁচ মাসের অন্তঃসত্ত্বা, ইয়ামি-আদিত্যর পরিবারে আসছে নতুন সদস্য


২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই বলিউড নায়িকা... আর ২০২৪-এই কি পরিবারে আসতে চলেছে নতুন অতিথি? এতদিন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুখ না খুললেও, আজ, নতুন ছবির। মা হতে চলেছেন 'উরি' অভিনেত্রী ইয়ামি গৌতম (Yami Gautam)। বাবা হতে চলেছেন আদিত্য ধর। 'আর্টিকেল ৩৭০' -র প্রচারে এসে আদিত্য জানালেন, তাঁদের সন্তান আসতে চলেছে। এদিন মাতৃত্ব নিয়েও মুখ খোলেন ইয়ামি। তিনি বলেন, 'প্রথম সবকিছু যেমন ভীষণ বিশেষ অনুভূতি নিয়ে আসে, তেমনই কঠিন হয়। জানি না আদিত্য পাশে না থাকলে কী করতাম। মনে হচ্ছে সব দায়িত্ব একসঙ্গে এসে গেল। শ্যুটিংয়ের আর অল্প কিছু অংশই বাকি ছিল যখন আমরা জানতে পারে আমাদের কোলে সন্তান আসতে চলেছে। তবে সেই সময়ে এই সুখবর সবাইকে জানানোর পরিস্থিতি ছিল না। সৌভাগ্যবশত খুব অল্প অংশই বাকি ছিল শ্যুটিংয়ের তাই আমরা কাজটা শেষ করি। চিকিৎসকদের ধন্যবাদ যাঁরা সেই সময়ে আমায় নিয়মিত দেখেছেন, যা যা প্রয়োজন তেমন পদক্ষেপ নিয়েছেন।' ইয়ামি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। চলতি বছরের মে মাসেই সন্তান জন্মের কথা ইয়ামির। এদিন আদিত্য মঞ্চেই বলেন, 'আমরা এখনও জানি না আমাদের কোলে লক্ষ্মী আসতে চলেছেন নাকি গণেশ।' 'উরি'-তে কাজ করার সময় থেকেি ঘনিষ্ঠতা বাড়তে থাকে আদিত্য ও ইয়ামির। তারপরে সেই সম্পর্ক গড়ায় বিয়ের পিঁড়িতে। ২০২১ সালে, লোকচক্ষুর আড়ালে, নিজেদের হিমাচলের বাড়িতে বিয়ে করেন ইয়ামি-আদিত্য। বিশেষ এই দিনে নিজের মায়ের বিয়ের শাড়ি পরেছিলেন ইয়ামি। 


'... এগুলো যদি দুর্নীতি হয়, হ্যাঁ আমি দুর্নীতি করেছি', কোন প্রসঙ্গে এই মন্তব্য দেবের?


প্রথম এই খবরই যেন ছিল যাবতীয় জল্পনার সূত্রপাত। গত কয়েকদিন ধরে অভিনেতা-সাংসদ দেবকে নিয়ে যে গুঞ্জন, জল্পনা শুরু হয়েছিল, তার সূত্রপাত ছিল এই ৩টি ইস্তফাপত্র নিয়ে। কয়েকদিন আগেই রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি, ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদ ছাড়েন দেব। আর আজ, সংসদে ভাষণের পরে, পদ ছাড়া নিয়ে এবিপি আনন্দে মুখ খুললেন দেব। শোনা যাচ্ছে, দেবের হঠাৎ এই ৩টি পদ থেকে ইস্তফা দেওয়ার কারণ নাকি আর্থিক দুর্নীতি। এই ইস্যুতেই আক্রমণ শানিয়েছে বিজেপি। তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির একাধিক অভিযোগ থাকার কারণেই পদ ছেড়েছেন দেব। তবে আজ, এবিপি লাইভকে দেওয়া প্রশ্নের উত্তরে দেব বলেন, 'ঘাটাল কলেজের আমি সভাপতি ছিলাম দেড় বছর। তার আগে, ছাত্রীদের কলেজে ভর্তি হওয়ার সংখ্যাটা ছিল মাত্র ১৫ শতাংশ। আমি আসার পর থেকে, যৌথ উদ্যোগে সেটা ৬৫ শতাংশ হয়েছে। অর্থাৎ মেয়েরা নিরাপত্তা পাচ্ছে। আগে কলেজে প্রাক্তন ছাত্ররা আসত, সন্ধের পরে পাওয়া যেত মদের বোতল। আমি সমস্ত বন্ধ করে দিয়েছি। বলেছি কলেজ বন্ধ হয়ে গেলে কেউ দেখতে আসবে না। কলেজের পরিবেশের উন্নতি হয়েছে। তার জন্য আমি কৃতিত্ব দেব ওখানকার ছাত্রছাত্রী, প্রফেসর ও অন্যান্য কর্মীদের। কিন্তু এগুলো যদি দুর্নীতি হয়ে থাকে, হ্যাঁ আমি দুর্নীতি করেছি।' এখানেই থামলেন না দেব.. তিনি আরও বলে চললেন, 'ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলাম আমি। সেটাও মাত্র দেড় বছর। শুনলাম সেখানেও নাকি আমি দুর্নীতি করেছি। ওখানে আগে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হত রোগীদের। আমি চেয়ারম্যান হওয়ার পরে ওখানে অক্সিজেন প্ল্যান্ট বসেছে। পাইপের মাধ্যমে এখন অক্সিজেন যায়। এটা যদি দুর্নীতি হয়ে থাকে... হ্যাঁ আমি দুর্নীতি করেছি।'


আরও পড়ুন: Trina Saha on her Love Life: খবরের কাগজের সঙ্গে এল প্রেমপত্র, সম্পর্কে জড়িয়ে রেজাল্ট খারাপ করেছিলেন তৃণা!


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।