কলকাতা: জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক 'তুই আমার হিরো'। আর সেই ধারাবাহিকের প্রচারে এসেই নিজের মনের কথা বললেন অভিনেতা দেব! বর্তমানে টলিউডের প্রথম সারির নায়ক তিনি। কিন্তু অনেকেই জানেন তাঁর একেবারে শুরুর দিকের লড়াইয়ের কথা। একেবারে সাধারণ ঘরের ছেলে ছিলেন দেব। বড়পর্দার সঙ্গে তাঁর কোনও যোগ ছিল না। বাবা খাবার সরবরাহ করতেন ইন্ডাস্ট্রিতে। কিন্তু জেদ ছিল দেবের। কখনও হেরে না যাওয়ার জেদ। সেই জেদের বসেই আজ তিনি বাংলার ঘরের ছেলে। বাংলার নায়ক। কিন্তু এখন, নায়ক হয়ে যাওয়ার পরে, কী কী মিস করেন দেব? কেমন ছিল তাঁর লড়াইয়ের দিনগুলো? ধারাবাহিক 'তুই আমার হিরো'-র প্রচারে এসে সেই কথাই বললেন দেব।
দেবের কথায়, দীপক অধিকারী থেকে দেব হয়ে ওঠার সফরটা সহজ ছিল না। কিন্তু নিজের কাছে শপথ নিয়েছিলাম, কিছু করে দেখানোর। সেই জেদের জোরেই আজ আপনারা বলছেন, 'তুই আমার হিরো..' এরপরেই দেব ফিরে আসছেন ধারাবাহিকের গল্পে। সেখানে দেখা যাচ্ছে রুবেলকে। এই ধারাবাহিকে মুখ্যভূমিকায় অভিনয় করছেন রুবেল। একজন সুপারস্টারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। একেবারে সাধারণ ঘরের একজন ছেলের তারকা হয়ে ওঠার গল্পকেই তুলে ধরা হবে এই ধারাবাহিকে। পাশাপাশি তুলে ধরা হবে, তার ততোধিক সাধারণ স্ত্রীয়ের গল্প। এই ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে মোহনা মাইতিকে।
এর আগে, যে প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, রুবেল হল পর্দার নায়ক। জন্মদিনেও শ্যুটিংয়ে ব্যস্ত সে। নায়িকার সঙ্গে গানের নাচের শ্যুটিং চলছে। আর বাড়িতে পায়েস রান্না করছেন তাঁর স্ত্রী। এখানে তাঁর নাম হয়েছে আর্শি। বাড়ির অনেকেরই আপত্তি সত্ত্বেও, স্বামীর জন্য পায়েস তৈরি করে সেটা তাঁকে খাওয়ানোর জন্য শ্যুটিং ফ্লোরে গিয়ে হাজির হন মোহনা। সেখানে সবাই তাঁকে ঢুকতে বাধা দেয়। কিন্তু নায়কের স্ত্রী পরিচয় পাওয়ার পরে, মোহনাকে আর আটকানোর সাহস হয় না কখনোই। এক্কেবারে শ্যুটিংয়ে পৌঁছে যান মোহন। শ্যুটিংরত রুবেলের মুখের সামনে তুলে ধরেন পায়েস। এতে বেশ বিরক্তই হন রুবেল। তবে মোহনাও নাছোড়বান্দা। এক্কেবারে পরিচালকের চেয়ার দখল করে বসে তিনি বলে ওঠেন, যতক্ষণ না রুবেল এই পায়েস খাচ্ছে, ততক্ষণ শ্যুটিং বন্ধ। ব্যাস.. প্রোমো এটুকুই। কিন্তু এর থেকেই পাওয়া যায় গল্পের আঁচ। একজন নায়ক আর একজন সাধারণ মেয়ের ভালবাসার গল্পই হবে এই গল্পের মূল উপজীব্য। ধারাবাহিকের নাম 'তুই আমার হিরো'। প্রতিদিন ১০ মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যে ৬টায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।
আরও পড়ুন: Subhasree-Ankush: এবার ছোটপর্দায় জুটিতে অঙ্কুশ-শুভশ্রী! নতুন চমক কৌশানীর